নিউজপলিটিক্সরাজ্য

করিমপুরের উপনির্বাচনের প্রচার, প্রচারে ঝড় তুললেন ডান, বাম, গেরুয়া শিবির

Advertisement
Advertisement

২৫ শে নভেম্বর করিমপুর বিধানসভা উপনির্বাচন। এর আগে প্রত্যেকটি রাজনৈতিক শিবিরই জোরকদমে প্রচারকার্য শুরু করে দিয়েছে। তারা প্রত্যেকেই মনে করছে তাদের দলই জিতবে।

Advertisement
Advertisement

বুধবার সকাল বেলা বিজেপি নেতা মুকুল রায়, বিজেপি দলের প্রার্থী জয়প্রকাশ মজুমদার এর সমর্থনে প্রচারকার্য চালান। তাদের এই প্রচারকার্য টি ডাকবাংলার মোড় থেকে শুরু হয়। প্রচার করতে করতে তিনি জানান করিমপুরের প্রতিটা অলিগলি তার অতি পরিচিত। এবং তিনি নিশ্চিত হয়ে বলেন যে বিজেপি এবারে জিতবেই।

Advertisement

অন্যদিকে তৃণমূলের হয়ে প্রচারকার্য চালান সাংসদ মহুয়া মৈত্র এবং আবু তাহের খান। এবারে ওখানকার তৃণ মূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়। তাদের বক্তব্য যে মানুষ ভোট দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে হওয়া উন্নয়ন কে দেখে। তারাও দৃপ্তকন্ঠে জানান যে তৃণমূল এবার জিতবে এ বিষয়ে তাদের কোন সন্দেহ নেই।

Advertisement
Advertisement

অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং সিপিএম নেতা মোহাম্মদ সেলিম, তারাও প্রচারকার্য চালান। তাদের এই প্রচারকার্যে উঠে আসে এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। সব দলেরই মত, তারাই জিতবে। তবে এখন অপেক্ষা ২৫ তারিখের। দেখা যাক জনগণ কি রায় দেয়?

Advertisement

Related Articles

Back to top button