কীভাবে ভোটার কার্ড বাড়ি বসেই সংশোধন করতে পারবেন, এর সমন্ধে জানুন

Advertisement

Advertisement

ভোটার কার্ড একজন নাগরিকদের খুবই গুরুত্বপূর্ণ নথি। কোনোভাবে যদি সেটিতে ভুল তথ্য আসে, তবে খুব সহজেই ঠিক করা যায়। আসুন জেনে কীভাবে ভোটার কার্ড বাড়ি বসেই সংশোধন করতে পারবেন।

Advertisement

১.প্রথমে www.nvsp.in পেজে গিয়ে Correction of entries in electoral roll সিলেক্ট অথবা সরাসরি www.nvsp.in/Forms/Forms/form8 পেজে গিয়ে রেজিস্টার করে লগ ইন করতে হবে।

Advertisement

আরও পড়ুন : রিচার্জের থেকেও কম টাকায় ফোন আনছে জিও, থাকছে ফ্রী কলের সুবিধা

Advertisement

২.এরপর উপরের ড্রপ ডাউনে নিজের ভাষা সিলেক্ট করে বেসিক ইনফর্মেশনগুলি দিতে হবে।

৩.এরপরে যে তথ্যগুলি ভুল সেখানে ক্লিক করতে হবে।একসাথে একাধিক তথ্য সিলেক্ট করা যাবে।

৪.এরপর সেখানে সঠিক তথ্য লিখতে হবে।

৫.এবার নিজের ব্যাক্তিগত তথ্য যেমন ইমেল ও ফোন নম্বর অ্যাড করতে হবে।

৬.ছবি আপডেট করতে চাইলে নিজের একটি নতুন ছবি দিতে হবে। নামের বানান ভুল হলে দিতে হবে জন্ম সার্টিফিকেট বা প্যান কার্ড বা পাসপোর্ট।

আরও পড়ুন : বেশি দিন ইন্টারনেট ব্যাবহার করতে চান, এই প্ল্যান গুলি সমন্ধে জানুন

৭.এরপর সাবমিট করে দিতে হবে।এই অ্যাপ্লিকেশনের জন্য একটি ইমেল পাওয়া যাবে। তার ৩০ দিনের মধ্যে আপডেট হয়ে যাবে ভোটার কার্ড।

৮. ঠিকানা বদল করতে চাইলে, রেজিস্ট্রেশন ফর নিউ ভোটার আইডি কার্ড অপশনে ক্লিক করতে হবে অথবা Due to shifting from another constituency -তে ক্লিক করতে হবে।

৯.এবার ফর্ম ৬ ওপেন হলে সেটি ফিলআপ করতে হবে। ফর্মটি ঠিক করে ভরতে হবে কারন এখানে যা লেখা হবে সেটাই ভোটার আইডি কার্ডে দেখা যাবে।

১০. সাথে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন- ছবির স্ক্যান্ড কপি, বয়সের প্রমাণপত্র, আর ঠিকানার প্রমাণ। আবেদন করার পরে ইলেকশন কমিশনের কর্মকর্তারা এই ডকুমেন্টগুলি দেখবেন।

আরও পড়ুন : ১০০০ টাকার ছাড় দিয়ে কিনতে পারেন এই দুর্দান্ত ফিচার স্মার্ট ফোন

১১.সব কিছু ঠিক থাকলে ১ মাসের মধ্যে ভোটার আইডি কার্ড বাড়িতে পৌঁছে যাবে।

Recent Posts