জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

আনারসের অতুলনীয় স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিন

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : আনারস স্বাদে অতুলনীয়, উপকারেও এর তুলনা হয়না। আনারস শরীরের পক্ষে খুবই ভালো। বর্ষাকালে আনারস বেশি চোখে পড়ে। আসুন জেনে নেওয়া যাক এটি স্বাস্থ্যের কি কি উপকার করে:

* প্রত্যেকটি মানুষের সাধারণ একটি সমস্যা হলো হজমের সমস্যা। আনারস খেলে হজম শক্তি বাড়ে। আনারসে উপস্থিত ব্রোমেলিন আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে।

* আনারসে বিপুল পরিমাণে রয়েছে ভিটামিন এ ও সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস ইত্যাদি। সকল পুষ্টিকর উপাদান এতে রয়েছে। রোজ আনারস খেলে পুষ্টির অভাব থাকবে না।

* আপনার যদি ওজন বেশি থাকে তাহলে রোজ আনারস খাওয়ার চেষ্টা করুন। আনারস ওজন কমাতেও সাহায্য করে। আনারসের মধ্যে ফ্যাট কম রয়েছে ও বেশি রয়েছে ফাইবার।

* আনারস হাড়কে শক্ত করে তোলে। আনারসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ। যা হাড়কে মজবুত করে।


  • আনারস দাঁতের পক্ষে ভালো। মাড়ির সমস্যাতেও আনারস উপকারী।

* আনারস চোখের জন্য উপকারী। আনারসের মধ্যে রয়েছে বেটা-ক্যারোটিন। যা চোখের রেটিনাকে ভালো রাখে।

Related Articles

Back to top button