বলিউডবিনোদন

করোনায় আক্রান্ত গায়ক কুমার শানু

Advertisement
Advertisement

এবার করোনায় আক্রান্ত হলেন গায়ক কুমার শানু। কিছুদিন আগে কুমার শানুর জ্বর আসে। এরপর তাঁর কোভিড-19 টেস্ট করা হয়। রিপোর্ট আসে, তিনি করোনা পজিটিভ। কুমার শানুর ফেসবুক পেজে তাঁর পিআর টিম থেকে পোস্ট করা হয়েছে যে, কুমার শানু দুর্ভাগ্যজনক ভাবে করোনা পজিটিভ। সবাই তাঁর জন্য প্রার্থনা করছেন। এই মুহূর্তে গায়ক নিজের বাড়িতেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোয়ারেন্টাইনে আছেন।

Advertisement
Advertisement

গায়ক কুমার শানুর প্রকৃত নাম কেদারনাথ ভট্টাচার্য। তাঁর জন্ম হয় কোলকাতায়। তাঁর পিতা পশুপতি ভট্টাচার্য একজন গায়ক ও সঙ্গীত পরিচালক ছিলেন। কোলকাতায় সঙ্গীতের পরিমণ্ডলে শৈশব কেটেছে শানুর। 1986 সালে শানু প্রথম প্লে ব্যাক করেন একটি বাংলাদেশি ফিল্মে। 1989 সালে অভিনেতা নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘ হিরো হীরালাল’ ফিল্মে প্লে ব্যাকের মাধ্যমে বলিউডের সঙ্গীতজগতে পা রাখেন কুমার শানু। প্রয়াত গজল গায়ক জগজিৎ সিং এবং সুরকার কল্যাণজীর পরামর্শ অনুযায়ী ‘কেদারনাথ ভট্টাচার্য’ নাম পরিবর্তন করে শানু নিজের নাম রাখেন ‘কুমার শানু’। তিনি ‘কুমার’ শব্দটি যোগ করেছিলেন বিখ্যাত গায়ক কিশোর কুমারের দ্বারা প্রভাবিত হয়ে। আশি এবং নব্বইয়ের দশক কুমার শানুর গানের সুরে মেতে উঠেছিল। ব্যক্তিগত জীবনে কুমার শানুর পরকীয়া সম্পর্কের কারণে তাঁর স্ত্রী রীতার সঙ্গে তাঁর বিবাহ-বিচ্ছেদ হয়। কুমার শানু পরবর্তীকালে সালোনীকে বিয়ে করেন।

Advertisement

বিবাহ-বিচ্ছেদের সময় কুমার শানুর স্ত্রী রীতা গর্ভবতী ছিলেন। কোলকাতায় ফিরে এসে রীতা পুত্রসন্তান জানের জন্ম দেন। জানকে রীতা একাই বড় করে তোলেন। এই মুহূর্তে জান কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘ ‘বিগ বস’ সিজন 14-এ অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে জান ‘বিগ বস হাউস’-এ রয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button