কৌশিক পোল্ল্যে: ভারতীয় সংস্কৃতির সঙ্গে প্রাশ্চাত্যের মিশেলে নতুন ট্রেন্ড চলছে বলিউডেও। হট পোশাক ছেড়ে ইন্ডিয়ান ট্রেডিশনে মেতে উঠছেন বলি সেলেবরা। বহু ইভেন্ড ও অ্যাওয়ার্ড ফাঙ্কশনে শাড়ি পরে আসছেন বিদ্যা বালান, রেখা সহ হালফিলের অভিনেত্রীরা।
এরইমধ্যে কৃতি স্যাননের আরও একটি ছবি যুক্ত হল ভাইরালের তালিকায়। ফ্যাশন সেন্স ও আউটফিটের জন্য অতীব জনপ্রিয় ক্রিতি। গতবছর ফ্যাশন ও স্টাইল আইকন হিসেবে বেশ কিছু অ্যাওয়ার্ড পান তিনি। যদিও সব জায়গায় নিজেকে মেনটেন রাখতে নিজের ক্রু এর টিমকে তৈরি রাখেন। মেক-আপের জন্যও রয়েছে তার নিজস্ব মেক-আপ ম্যান।
আরও পড়ুন : ছোট পোশাকেই মিডিয়ার সামনে পোজ দিলেন সুন্দরী সারা আলি খান
ছবিতে লেহেঙ্গার সঙ্গে মানানসই পোজে মজেছেন তার ফলোয়াররা। ‘ফিল্মিজ্ঞান’ থেকে প্রকাশিত হওয়া এই ছবিতে উপছে পড়ছে কমেন্টের বন্যা। চাইলে আপনিও একঝলক দেখে নিতে পারেন কৃতির এই হট ছবি।