টলিউডবিনোদন

Koushani Mukherjee: দীপাবলির আগে মাকে হারালেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়

Advertisement
Advertisement

খুব কম বয়সের মধ্যেই প্রয়াত হলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) অকালে চলে গেলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের মা। কি হয়েছিল তার? জানা যাচ্ছে, মাল্টি অর্গ্যান ফ্যালিওর হওয়ার কারণেই মৃত্যু। খুব কম সময় থেকে অভিনেত্রীর মা কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। এরপর তার ফুসফুসে সংক্রমণ শুরু হয়।

Advertisement
Advertisement

মৃত্যুকালে কৌশানী মুখোপাধ্যায়ের মায়ের বয়স হয়েছিল ৫০. অক্টোবর মাসের ২৩ তারিখ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন কৌশনীর মা। এরপর সমস্যা বাড়তে থাকে। শনিবার ভোর রাতেই প্রয়াত হন তিনি।

Advertisement

কৌশানীর প্রেমিক বনি সেনগুপ্ত প্রথম থেকেই অভিনেত্রীর পাশে ছিলেন। এদিন বনির মা এক সংবাদমাধ্যমে জানান, “শারীরিক বেশ কিছু সমস্যা ছিল ওঁর। কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। তার উপর ফুসফুসে সংক্রমণও হয়েছিল। সবটা মিলিয়ে মাল্টি অর্গ্যান ফেলিওর। মাঝরাতে মারা গিয়েছেন। এখনও ভাবতে পারছি না হাসিখুশি মানুষটা আর নেই। খুব ভাল মানুষ ছিল।” অভিনেত্রীর মানসিক অবস্থা প্রসঙ্গে তিনি এও জানান, “মেয়েটার কথা ভেবেই আমার বুক কেঁপে উঠছে। এটা কি মাকে হারানোর সময়? কী কাঁদছে জানেন। ওকে কী বলে সামলাব? কী করে ওঁর সামনে গিয়ে দাঁড়াব জানি না?” প্রসঙ্গত, বনির পরিবারের সঙ্গে কৌশানীর পরিবারের সখ্যতা প্রথম থেকেই ছিল। ঘন আত্মীয়তা থেকে প্রেমের সম্পর্ক আরো জোরালো ভাবে টিকে আছে।

Advertisement
Advertisement

বনি ও কৌশানী দুইজন বিরোধী দলের হলেও, একে অপরের প্রতি কমিটেড। দিদির সৈনিক হয়েও দুর্ভাগ্যবশত মুকুল রায়ের কাছে হেরে যান অভিনেত্রী। বর্তমানে জোরকদমে শ্যুটিং এ মন দিয়েছেন তিনি।

Advertisement

Related Articles

Back to top button