নিউজরাজ্য

এক ধাক্কায় অনেকটা কমলো শহরের তাপমাত্রা, আগামী দু’দিনে আরও পারদ পতনের পূর্বাভাস

ডিসেম্বরে পা দিলেও গত কয়েকদিন ধরে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে খানিকটা বেশি

Advertisement
Advertisement

আজ শনিবার এই মৌসুমের শীতলতম দিন বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তিনদিন পর পর ভারত পতন ঘটিয়ে শনিবার তাপমাত্রা গিয়ে নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রী সেলসিয়াস বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দুদিন ধরে এই তাপমাত্রা আরো কমবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তবে শনিবার শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Advertisement
Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর শনিবার পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েক দিন কলকাতায় রাতের দিকে বেশ ভালো ঠান্ডা ভাব থাকতে পারে। শীত শীত ভাব থাকবে দিনের বেলাতেও।

Advertisement

তবে নভেম্বর পেরিয়ে ডিসেম্বরে পা দিলেও গত কয়েকদিন ধরে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। হাওয়া অফিস জানিয়েছিল মধ্য বঙ্গোপসাগরের দিক থেকে আসা ঘূর্ণাবর্তের প্রভাবে জোরালো হচ্ছে না উত্তরে হাওয়ার প্রভাব। ঘূর্ণাবর্ত্যের প্রভাব কাটিয়ে হাওয়ার গতি বাড়লে ধীরে ধীরে আবার ফিরবে শীতের আমেজ। সেই ঘূর্ণাবর্তের রেশ খানিকটা কেটেছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button