নিউজরাজ্য

তীব্র গরমে পুড়ছে রাজ্য, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গের?

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় এবং উত্তরবঙ্গের তিনটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে

Advertisement
Advertisement

কলকাতায় আজ বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং আগামী চার দিন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে কলকাতায়। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা এবং উত্তরবঙ্গের তিনটি জেলায় তাপ প্রবাহের সর্তকতা রয়েছে আবহাওয়া দপ্তরের। রবিবার পর্যন্ত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এই সময় কার্যত রোদে পুড়বে দক্ষিণবঙ্গ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় লু বইবার আশঙ্কা রয়েছে। শুকনো গরম হাওয়া বইবে বেশ কিছু জায়গায়। উত্তরবঙ্গের মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সর্তকতা রয়েছে।

Advertisement
Advertisement

আগামী ২৪ ঘন্টায় তারপর প্রবাহের সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে তাপ ও প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী চার দিন বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ আরো বৃদ্ধি পাবে এবং উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা ছাড়া বাকি জেলাতে গরমের দাপট বৃদ্ধি পাবে। দার্জিলিং এবং কালিম্পং-এ গরমের প্রভাব সরাসরি না পড়লেও তাপমাত্রা অনেকটা বাড়বে। জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে তাপপ্রবাহ না হলেও গরম এবং অস্বস্তি বৃদ্ধি পাবে।

Advertisement

লু থেকে বাঁচতে বেশ কিছু সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। কৃষিকাজ এবং স্বাস্থ্য ক্ষেত্রে প্রভাব পড়বে। সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে। বেশিক্ষণ রোদে না থাকার পরামর্শ এবং সুতির জামা কাপড় পরার পাশাপাশি বেশি করে জল খাওয়ার অনুরোধ করছেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। কলকাতায় আজ থাকবে পরিষ্কার আকাশ এবং তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি বেশি। প্রবাহের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী রবিবার পর্যন্ত কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button