কলকাতানিউজরাজ্য

আগামী কয়েক ঘন্টার মধ্যে ৬০-৭০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, জানাল হাওয়া অফিস

Advertisement
Advertisement

ফের বাংলায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ বিকেল বা সন্ধের পর থেকে দক্ষিণবঙ্গ সহ কোলকাতাতে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৬০-৭ ০ কিলোমিটার। এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আজ সারাদিন বৃষ্টিপাত হবে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement
Advertisement

উত্তরবঙ্গের ৫ জেলাতে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি হবে। এছাড়া দক্ষিণ দিক থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে।

Advertisement

এমনকি কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ,হাওড়া হুগলি ,নদিয়া ,মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিদরা জানিয়েছেন, ১ জুন থেকেই কেরলে বর্ষা ঢুকবে। আর সঠিক সময়েই ভারতের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকছে। এছাড়া শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বেশকিছু রাজ্যে ৷ লাক্ষাদ্বীপ ও কেরালায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আসামে রয়েছে একটি ঘূর্ণাবর্ত তার প্রভাবে উত্তর-পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এই রাজ্যগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button