কলকাতানিউজ

আমফানের আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কলকাতা, চালু হল বিমানবন্দর

Advertisement
Advertisement

ঘূর্ণিঝড় আমফান কলকাতাবাসীর জীবনে বিপর্যয় নিয়ে এসেছে। জল থইথই কলকাতা বিমানবন্দরের এর আগে দেখেনি কেউ। এবার দেখল। সৌজন্যে অতি তীব্র ঘূর্ণিঝড় আমফান। তবে সেই বিপর্যয় কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াচ্ছে মহানগরী। যুদ্ধকালীন তৎপরতায় চালু করা হল কলকাতা বিমানবন্দর। বৃহস্পতিবার রাত থেকেই উড়ান চলাচল শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সূত্রের খবর, বিমানবন্দরের জল সরাতে পাম্প চালানোর পাশাপাশি খুলে দেওয়া হয়েছিল রানওয়েও। জরুরি বিমান পরিষেবা চালু করা হয়েছিল বৃহস্পতিবার দুপুর থেকেই। রাতের মধ্যে স্বাভাবিক করা হল সাধারণ বিমানযাত্রা।

Advertisement
Advertisement

বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরে আমফানের তান্ডবলীলার ছাপ দেখা গিয়েছিল। দেখা যায় চারিদিকে থইথই করছে জল। ভেঙে পড়েছে ছাউনিও। বিমানবন্দরের ভেতর এমন ছবি দেখা যায়নি আগে। বিধ্বংসী সাইক্লোনের ধ্বংসলীলা তাই আতঙ্ক সৃষ্টি করেছিল মহানগরীর বাসিন্দাদের মনে। তবে, আগাম সতর্কতার কারণে আটকানো গিয়েছে বড় বিপদ। বিধ্বংসী ঘূর্ণিঝড়ের ভয়াবহতা আগাম আঁচ করে একাধিক বিমান সরিয়ে ফেলা হয়েছিল অন্য বিমানবন্দরে। যে কয়েকটি বিমান কলকাতায় থেকে গিয়েছিল তাতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে, ঝড়ের মধ্যে এই বিমানগুলো এতটাই দুলতে ছিল যে, আধিকারিকদের মনে আতঙ্কের সঞ্চার ঘটেছিল।

Advertisement

মনে করা হয়েছিল যে, আমফান বিপর্যয় কাটিয়ে উঠতে সময় লাগবে কলকাতা বিমানবন্দরের। কিন্তু সেই ভাবনাকে ভুল প্রমাণ করে মাত্র এক দিনের মধ্যে স্বাভাবিক ছন্দে ফিরলো বিমানবন্দর। বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয় বিমান চলাচল। দুপুর আড়াইটা নাগাদ একটি রাশিয়ান বিমান অবতরণ করে কলকাতা বিমানবন্দরে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button