নিউজরাজ্য

শুরু হল বিক্ষিপ্ত বৃষ্টি, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

Advertisement

পূর্বাভাস মতোই শহরতলির বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরের বীপরিত ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে ঢোকা জলীয়বাষ্প এবং শীতল হাওয়ার সংঘাতে বৃষ্টি নামছে কলকাতাসহ দক্ষিনবঙ্গে। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা করা হলেও তা হয়নি কারণ বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গের বায়ুমন্ডলে ঢোকা জলীয় বাষ্পের সঙ্গে উত্তুরে হাওয়ার সংমিশ্রনে যে মেঘ তৈরী হতো তা পরিস্থিতি অন্যরকম হওয়ায় দেখা গেছে ওই বিপরীত ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গ উপকূল ঘেষে তৈরী না হয়ে ওড়িশা উপকূল ঘেঁষে তৈরী হয়েছিল।

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ওডিশায় ঝড়বৃষ্টির ফলে তার প্রভাব পড়বে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। বৃষ্টির রেশ থাকবে রবিবার পর্যন্ত। রবিবারের পর থেকে কলকাতার তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রিতে নামবে।

বৃষ্টির রেশ কেটে গেলে আবার একবার শীত উপভোগ করতে পারবে রাজ্যবাসী, তবে দীর্ঘ সময় ধরে থাকা শীত বিদায় নেবে তারপরেই। তবে উত্তরবঙ্গে থাকবে না মেঘ বৃষ্টি। আবহাওয়া দফতরর পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন আবহাওয়া শুকনো থাকবে, শীতের আমেজ বজায় থাকবে।

Related Articles

Back to top button