নিউজরাজ্য

Howrah Metro Station: যাত্রী পরিষেবার আগে সেজে উঠেছে হাওড়া মেট্রো স্টেশন, দেখে চোখ জুড়িয়ে যাবে

হাওড়া মেট্রো স্টেশনটি গ্রিন লাইনের অংশ এবং এটি দেশের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন

Advertisement
Advertisement

হাওড়া মেট্রো স্টেশন চালু করা নিয়ে উৎসাহী গোটা বঙ্গবাসী। আসলে গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল ছুটবে, এই ব্যাপারটি ঠিক কেউ বিশ্বাস করতে পারছেন না। সকলের কাছে একটাই প্রশ্ন যে কবে শুরু হবে হাওড়া ময়দান ধর্মতলা রুটে মেট্রো। এমনকি গত ডিসেম্বরে রেলওয়ে সেফটি কমিশন কর্তৃক পরিদর্শনের পর উঠে আসে একাধিক ত্রুটি ও সেফটি ল্যাপস। তাই তখন পরিদর্শন সম্পূর্ণ করেননি রেলওয়ে সেফটি কমিশন কর্তারা। এবার সমস্ত ভুল মেরামত করে প্রস্তুত হয়েছে হাওড়া মেট্রো স্টেশন।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি হাওড়া মেট্রো স্টেশনটি গ্রিন লাইনের অংশ এবং এটি দেশের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন। ৩৫ মিটার গভীরে অবস্থিত এই স্টেশন থেকে গঙ্গার নীচ দিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচল করবে। এই হাওড়া মেট্রো স্টেশন আর অন্যান্য স্টেশনের তুলনায় ভিন্ন। এতে রয়েছে অনেক চমকপ্রদ ফিচার। যেমন এই স্টেশনে মোট ৩২টি গেট থাকবে, যা গ্রিন লাইনের অন্যতম স্টেশনে সর্বোচ্চ। প্রতিটি গেট দিয়ে প্রতি মিনিটে ৪৫ জন করে যাত্রী ঢুকতে বা বেরোতে পারবেন।

Advertisement

Advertisement
Advertisement

স্টেশনে স্মার্টকার্ড, টোকেন এবং কিউআর কোডের মাধ্যমে প্রবেশের সুবিধা থাকবে। ভিড় নিয়ন্ত্রণ করার জন্য বসানো হয়েছে এএফসি-পিসি গেট যা যাত্রীদের প্ল্যাটফর্মে যাওয়া নিয়ন্ত্রণ করবে এবং স্বয়ংক্রিয়ভাবে ভাড়া কাটবে। স্টেশনে ২০টি গেট দু’দিকেই ব্যবহার করা যাবে, যা যাত্রীদের চাপ অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে। হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য দুটি গেট বরাদ্দ থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই গঙ্গার নীচের টানেল দিয়ে মেট্রো রেকের সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এই স্টেশন চালু হলে হাওড়া থেকে শহরের অন্যান্য অংশে যাতায়াত ব্যবস্থা অনেক সহজ ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button