ক্রিকেটখেলা

একের পর এক রেকর্ড গড়ল কে এল রাহুল, ভারতীয় শিবিরে নজর কাড়ছে এই ক্রিকেটার

Advertisement
Advertisement

স্বপ্নের ফর্মে রয়েছেন কে এল রাহুল। ব্যাট হাতে অত্যন্ত সফল তিনি। প্রথম দুটি টি-টোয়েন্টিতে ভারতের জয়ের অন্যতম কারিগর তিনি। সময়টাও বেশ ভালই যাচ্ছে রাহুলের। যেখানে হাত দিচ্ছেন সোনা ফলাচ্ছেল তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও অপরাজিত হাফ সেঞ্চুরি করেছেন রাহুল। দুটি ম্যাচে কয়েকবার রান আউট থেকে বাঁচেন তিনি। এর থেকেই বোঝা যাচ্ছে ভাগ্যও তার সঙ্গে রয়েছে।

Advertisement
Advertisement

দ্বিতীয় ম্যাচে রাহুলের ৫০ বলে অপরাজিত ৫৭ রান ভারতকে সিরিজে ২-০ এগিয়ে যেতে সাহায্য করে। রাহুল ও শ্রেয়স আইয়ার জুটির ৮৭ রানের দৌলতে ভারত ১৫ বল হাতে রেখেই সহজ জয় পেয়ে যায়। যেখানে শ্রেয়স আইয়ার ৩৩ বলে ৪৪ রানের ঝকঝকে একটি ইনিংস উপহার দেন। ভারতীয় দল এই সিরিজে রাহুল ও শ্রেয়স আইয়ারের মতো নতুন দুই তারকা পেয়েছেন যারা শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে জয়ের নেতৃত্ব দিচ্ছেন।

Advertisement

আরও পড়ুন : নিউজিল্যান্ড সফরে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বড় চ্যালেঞ্জ দিলেন সৌরভ গাঙ্গুলি

Advertisement
Advertisement

চলতি সিরিজেই উইকেটরক্ষক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে রাহুলের। প্রথম দুটি ম্যাচেই উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অর্ধশতরান করেছেন তিনি। উইকেটরক্ষক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পরপর দুই ম্যাচে অর্ধশতরান করার অনন্য রেকর্ডের অধিকারী হলেন রাহুল। এর আগে কোনো উইকেটরক্ষক এই নজির গড়তে পারেননি। এছাড়াও রাহুল টি-টোয়েন্টিতে দুটি হাফ সেঞ্চুরি করে মহেন্দ্র সিংহ ধোনির সাথে এক আসনে বসলেন। এর আগে ভারতীয় উইকেট রক্ষকদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে ধোনি একমাত্র দুটি অর্ধশত রান করেছেন।

Advertisement

Related Articles

Back to top button