খেলাক্রিকেট

IPL 2023: লজ্জাজনক হারের পরেও প্লে-অফে পৌঁছাতে পারে KKR, দেখে নিন জটিল সমীকরণ

চলতি আইপিএলের প্লে-অফে পৌঁছাতে হলে নিজেদের বাকি থাকা দুটি ম্যাচে (চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়েন্টস) বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে।

Advertisement
Advertisement

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরেছে দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। নীতিশ রানার নেতৃত্বে রাজস্থানের বিপক্ষে ৯ উইকেটের ব্যবধানে হেরেছে দলটি। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে কলকাতা নাইট রাইডার্স। ভেঙ্কটেশ আইয়ারের ৫৭ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে শাহরুখ খানের দল। ১৫০ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে যশস্বী জসওয়ালের অপরাজিত ৯৮ রানের ধ্বংসাত্মক ইনিংসের সুবাদে মাত্র ১৩.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান রয়্যালস।

Advertisement
Advertisement

এদিকে গতকাল রাজস্থানের বিপক্ষে লজ্জাজনকভাবে পরাজয়ের পর চলতি আইপিএলের প্লে-অফের লড়াই থেকে একপ্রকার ছিটকে গেছে কলকাতা নাইট রাইডার্স। তবে জটিল সমীকরণের মাধ্যমে এখনও চলমানরত আইপিএলে প্লে-অফে পৌঁছাতে পারে কলকাতা নাইট রাইডার্স। তবে কিভাবে পৌঁছাবে প্লে-অফে? চলুন জেনে নেওয়া যাক চুল ছেড়া বিশ্লেষণটি-

Advertisement

চলতি আইপিএলের প্লে-অফে পৌঁছাতে হলে নিজেদের বাকি থাকা দুটি ম্যাচে (চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়েন্টস) বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। পাশাপাশি পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্স নিজেদের বাকি তিনটি ম্যাচেই যেন জিতে যায় তার জন্য প্রার্থনা করতে হবে। শুধু এখানেই শেষ নয়, চেন্নাই সুপার কিংস যেন বাকি থাকা দুটি ম্যাচেই পরাজিত হয় তার জন্য দিল্লির হয়ে গলা ফাটাতে হবে কলকাতার। যদি এমনটা হয় সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস চলতি আইপিএলে নিজেদের যাত্রা ১৫ পয়েন্টে সমাপ্ত করবে।

Advertisement
Advertisement

পাশাপাশি রাজস্থান রয়্যালস যেন নিজেদের বাকি থাকা দুটি ম্যাচের মধ্যে অন্তত একটিতে হেরে যাক, সেই প্রার্থনা করতে হবে কলকাতাকে। তাছাড়া রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়েন্টস যেন নিজেদের বাকি থাকা ৩ ম্যাচের মধ্যে কমপক্ষে ১টি ম্যাচে লজ্জা জনক ভাবে পরাজিত হোক সেই দিকেও লক্ষ্য রাখতে হবে কলকাতাকে। এর ফলে ১৪ পয়েন্টে কোলকাতার সাথে একই সারিতে অবস্থান করবে বাকি দল গুলো। আর সেখান থেকে নেট রান রেটের ভিক্তিতে বাকি দলগুলোকে পিছনে ফেলে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা পাবে কলকাতা নাইট রাইডার্স।

Advertisement

Related Articles

Back to top button