টলিউডবিনোদন

Shah Rukh Khan-Mimi: মিমিকে ফেরালেন না কিং খান, ইচ্ছাপূরণ অভিনেত্রীর

×
Advertisement

মিমি চক্রবর্তী টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। অভিনয় দুনিয়ার পাশাপাশি রাজনীতির ময়দানেও ভালোই আনাগোনা রয়েছে তার। বর্তমানে তৃণমূলের অন্যতম সক্রিয় তারকা সাংসদ তিনি। আর ৫-১০ জন সাধারণ মানুষের মতো তিনিও বলিউডের কিং খানের ভক্ত। তার প্রমাণ মিলেছে বহুবার। এর আগে চেষ্টা করেও কিং খানের সাড়া পাননি অভিনেত্রী। তবে এবার অভিনেত্রীকে নিরাশ করেননি তিনি। করেছেন তার ইচ্ছাপূরণ।‌

Advertisements
Advertisement

‘পাঠান’ ছবির প্রমোশনের সময় থেকেই সোশ্যাল মিডিয়া মারফত সাধারণের সাথে যথাসম্ভব যোগাযোগ রেখে চলার চেষ্টা করছেন কিং খান। তবে সেইসময় হাজারো মন্তব্যের মাঝে হারিয়ে গিয়েছিল মিমির মন্তব্য। সেইসময় ‘আস্ক মি এনিথিং’ সেগমেন্টের সূত্র ধরেই টুইটারে অভিনেতাকে ট্যাগ করে মিমি লিখেছিলেন ‘পাঠান ২’তে তাকে অভিনয়ে তিনি নেবেন কিনা। এর উত্তরে অভিনেতার কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও নিরাশ হননি অভিনেত্রী। তবে কিছুটা হলেও মনক্ষুন্ন হয়েছিলেন তার ভক্তমহলের একাংশ।

Advertisements

আর সেই প্রসঙ্গেই এক ভক্ত লিখেছিলেন, তিনি অনেকবার চেষ্টা করেছেন তবে কিং খান বাঙালিদের উত্তর দিচ্ছেন না, বলেই মত ছিল তার। তবে এর উত্তরে বলিউডের কিং খানেরই পক্ষ নিয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রী তার উত্তরে লিখেছিলেন, অভিনেতা তার কিছুদিন আগেই বাংলার চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন। অতএব, এমন কথা না বলেই শ্রেয়।

Advertisements
Advertisement

এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে মেতে রয়েছেন তারকা থেকে সাধারণ সকলেই। যে যার নিজের দল নিয়েই রয়েছেন ব্যস্ত। আর তার মধ্যে মিমি অন্যতম। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টার তিনি। আর সেই সূত্রেই কেকেআরের কাছে নিজের নাম লেখা একটি জার্সি চেয়েছিলেন। এবার নিরাশ হতে হয়নি অভিনেত্রীকে। খুব সম্প্রতি কেকেআরের অফিসিয়াল টুইটার পেজ থেকে মিমিকে নিজের নাম লেখা কেকেআরের জার্সি হাতে নিয়ে দেখা গিয়েছে। বলাই বাহুল্য, কিং খানের টিম ইচ্ছাপূরণ করল অভিনেত্রীর। এই মুহূর্তে সেই নিয়েই মিডিয়ার পাতায় চর্চিত মিমি চক্রবর্তী।

Related Articles

Back to top button