মিউজিকবিনোদন

বিদেশের রাস্তায় খেসারি লাল যাদবের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রোম্যান্স করলেন কাজল রাঘবানি

এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় একেবারে ট্রেন্ডিং

×
Advertisement

আজকের দিনে দাঁড়িয়ে ভোজপুরি গান সবথেকে জনপ্রিয় কয়েকটি ভারতীয় সংগীতের মধ্যে একটি হয়ে উঠেছে। যে কোন অনুষ্ঠানেই আজকাল ভোজপুরি গান বাজনা শোনা যায়। সবথেকে বড় কথা যে কোন পার্টিতে এই ধরনের গান একেবারে মাস্ট। অনেক অনুষ্ঠানে আমরা ভোজপুরি গান শুনে থাকি এবং অনেকেই এই ভোজপুরি গানের সঙ্গে নাচ করে মঞ্চ মাতিয়ে দেন। ভোজপুরি অনেক তারকা এমন রয়েছেন যারা বলিউড তারকাদের থেকেও অনেক বেশি জনপ্রিয়। এদের মধ্যে যেমন আছেন নিরাহুয়া, তেমনি রয়েছেন খেসারি লাল যাদব এবং রবি কিসান এর মতো তারকারা।

Advertisements
Advertisement

অভিনেত্রীদের দিক থেকেও অনেকেই ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে নিজেদের একটা আলাদা রকমের জনপ্রিয়তা তৈরি করে ফেলেছেন। এই তালিকায় আমরা অবশ্যই পেয়েছি বাঙালি কন্যা মোনালিসাকে। তার পাশাপাশি মস্তরাম অভিনেত্রী রানি চ্যাটার্জি, অভিনেত্রী আম্রপালি দুবে। তবে তাদের সাথেই আরো একজনের নাম করতে হয় যিনি হলেন কাজল রাঘবানি। তিনিও ভোজপুরি জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠেছেন সম্প্রতি। যেকোনো ভোজপুরী গানে তার নাচের ভঙ্গিমা এবং তার অভিনয় দক্ষতা সকলকে মুগ্ধ করেছে। সম্প্রতি, খেসারি লাল যাদব এবং কাজল রাঘভানির উপর নির্মিত ‘চাঁদ সে ভি উজ্জার’ গানটি আবারও ইউটিউবে ট্রেন্ড করতে শুরু করেছে।

Advertisements

এই গানে খেসারি লাল এবং কাজল রাঘবনিকে বিদেশের রাস্তায় একে অপরের সঙ্গে রোমান্টিক হতে দেখা যায়। দুজনেই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। একটি নীল রঙের শাড়ি পরে কাজল রাঘবানিকে তার হট লুক দিয়ে খেসারির পাশাপাশি তার ভক্তদেরকেও মন্ত্রমুগ্ধ করতে দেখা যায়।

Advertisements
Advertisement

ভোজপুরি ছবি ‘সাইয়ান আরব গেল না’-এর ‘চাঁদ সে ভি উজ্জার’ গানটির কথা লিখেছেন শ্যাম দেহাতি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খেসারি লাল যাদব, কাজল রাঘভানি এবং শুভ শর্মা। এটি একটি রোমান্টিক ভোজপুরি গান, যেটিকে একসঙ্গে গেয়েছেন খেসারি লাল যাদব এবং প্রিয়াঙ্কা সিং। গানটিতে সঙ্গীত দিয়েছেন ওম ঝা। দেখে নিন এই ভিডিওটি।

Related Articles

Back to top button