টেক বার্তা

Royal Enfield-এর বাজার ধ্বংস করতে আসছে Kawasaki 450, এই দিন লঞ্চ হবে বাজারের সেরা বাইক

এই সুপার বাইকটির বৃহৎ চাকার কথা বলি, সেক্ষেত্রে এর সামনে 18 ও পেছনে 16 ইঞ্চি হুইলে ব্যবহার করা হয়েছে।

Advertisement
Advertisement

বর্তমানে ভারতীয় বাজারে একটি বিরাট অংশ দখল করে রয়েছে রয়েল এনফিল্ড। ড্যাসিং লুক এবং দূর্দান্ত ফ্যাশনের জন্য তরুণ-তরুণীদের কাছে ভারতীয় এই গাড়িটি হয়ে উঠেছে অত্যন্ত জনপ্রিয়। তবে সম্প্রতি রয়েল এনফিল্ডের বাজারে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে জাপানের শীর্ষস্থানীয় টু-হুইলার নির্মাতা প্রতিষ্ঠান Kawasaki। ভারতের বাজারে রেট্রো লুকে তাদের নতুন Kawasaki W175 কুল বাইক লঞ্চ করতে চলেছে কোম্পানিটি। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, তাদের নতুন এই বাইকটি Royal Enfield Hunter 350 এবং TVS Ronin 225 গাড়ির সাথে প্রতিযোগিতা করবে ভারতীয় বাজারে। এত কিছুর মধ্যে সংস্থাটি সংবাদ শিরোনামে জায়গা পেয়েছে সম্পূর্ণ ভিন্ন কারণে। কারণ, জানা যাচ্ছে Kawasaki W175 লঞ্চ করার আগেই নিজেদের তুরুপের তাস তথা Kawasaki Eliminator 450 লঞ্চ করতে চলেছে সংস্থাটি।

Advertisement
Advertisement

গোপন সূত্রে পাওয়া খবর অনুসারে, ২০২৪ সালের মার্চে ভারতের বাজারে Kawasaki নিজেদের সেরা বাইক Eliminator 450cc লঞ্চ করতে চলেছে। তবে বাইকটির দাম সম্পর্কে জানার পূর্বে যদি এই স্পোর্টস বাইকের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে বলি, তবে নতুন Kawasaki Eliminator 450-এ থাকছে একটি 451cc প্যারালাল টুইন ইঞ্জিন। আমরা আপনাদের বলি, এটি 399cc মোটরের Ninja 400-এর দীর্ঘতর স্ট্রোক ভার্সন। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ক্রুজার মডেলটির শক্তিশালী এই ইঞ্জিনট 6 গতির গিয়ারবক্স যুক্ত মোটর থেকে 49bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম হবে।

Advertisement

যদি এই সুপার বাইকটির বৃহৎ চাকার কথা বলি, সেক্ষেত্রে এর সামনে 18 ও পেছনে 16 ইঞ্চি হুইলে ব্যবহার করা হয়েছে। এছাড়া যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে দু’চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, Kawasaki Eliminator 450 বাইকটি ভারতের বাজারে Royal Enfield Super Meteor 650 বাইকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা আপনাদের বলি, ভারতের বাজারে Kawasaki Eliminator 450 সুপার বাইকের বিক্রয় মূল্য কত হবে, সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। পাশাপাশি, গাড়িটি কি কি কালারে উপলব্ধ হবে, সে সম্পর্কেও কোন রকম তথ্য প্রকাশ্যে আসেনি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button