বলিউডবিনোদন

নিজেকে রোগী মানতে নারাজ কনিকা কাপুর, তার আচরনে বিব্রত ডাক্তাররা

Advertisement
Advertisement

কৌশিক পোল্ল্যে: করোনায় আক্রান্ত হলেও তার আচরন এখনও সেলিব্রিটিদের মতোই, যা দেখে রীতিমতো অবাক ডাক্তারমহল। গত ১৫ই মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন বেবি ডল খ্যাত গায়িকা কনিকা কাপুর। থার্মাল স্ক্রিনিয়ের সময় তিনি নিজেকে আত্মগোপন করেন এ অভিযোগও উঠে আসে, তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেন একনিমেষে।

Advertisement
Advertisement

হাসপাতালের পরিবেশের সঙ্গে নিজেকে একেবারেই মানিয়ে নিতে পারছেন না এই বলিউড সেলেব। প্রয়োজনমতো ডাক্তারদের সহযোগিতা করতেও অনাগ্রহ প্রকাশ করছেন। তার এই সেলিব্রিটি সুলভ আচরনে তিতিবিরক্ত ডাক্তাররাও। উল্লেখ্য তিনি করোনায় আক্রান্ত এ খবর প্রকাশ্যে আসার পরপরই তাকে সঞ্জয় গান্ধী PGIMS এর আইসোলেশন ওর্যাডে রাখা হয়েছে।

Advertisement

হাসপাতালের পথ্য খাবার খেতে অনীহা প্রকাশ করছেন কনিকা, তার ফরমাশ মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, বর্তমানে তিনি একটি ভয়ংকর ভাইরাসের শিকার, কাজেই তার উচিৎ রোগীসুলভ আচরন করা এবং ডাক্তারদের পরামর্শ গ্রহন করা, যা তিনি মোটেই করছেন না। তার আচরন ও হাবভাব এখনও সেলিব্রিটির মতোই।

Advertisement
Advertisement

করোনার আক্রান্ত হওয়ার পর একেবারে দায়িত্বজ্ঞানহীনের মতো লখনউয়ে পার্টি করেন কনিকা কাপুর। পরিসংখ্যানে জানা গিয়েছে তিনি প্রায় ১৬২ জন মানুষের সংস্পর্শে এসেছেন যা রীতিমতো আশঙ্কার ভাঁজ এনে দিচ্ছে বিশেষজ্ঞদের কপালে। হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তবুও একজন শিক্ষিত সেলিব্রিটির এহেন আচরন কী সত্যিই শোভা পায়? আপনার কী মনে হয়!

Advertisement

Related Articles

Back to top button