কলকাতানিউজরাজ্য

১০০ দিন পর খুলছে কালীঘাট মন্দির, প্রবেশের আগে নিয়মবিধি জেনে নিন

করোনা সংক্রমণ রুখতে মার্চ মাসের বন্ধ হয়ে গিয়েছিল রাজ্যের সব মন্দির। এবার ধীরে ধীরে ছন্দে ফেরার পালা।

Advertisement
Advertisement

আনলক ২-র শুরুর দিন ভক্তদের জন্য খুলে দেওয়া হল কালীঘাট মন্দির। আনলক ১ থেকেই ধর্মীয় স্থান খোলার অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। করোনা সংক্রমণ রুখতে মার্চ মাসের বন্ধ হয়ে গিয়েছিল রাজ্যের সব মন্দির। এবার ধীরে ধীরে ছন্দে ফেরার পালা। তাই সামাজিক দূরত্ববিধি মেনেই সব মন্দির খুলে যাচ্ছে। দীর্ঘদিন বন্ধ ছিল কালীঘাট মন্দির। সামাজিক দূরত্ববিধি মানা যাবে কিনা এই সংশয়ে জুন মাসে খোলেনি মন্দির। তারপর বারবার বৈঠকের পর আজ থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হল মায়ের মন্দির।

Advertisement
Advertisement

মন্দিরে প্রবেশের আগে কি কি নিয়ম মানতে হবে, জেনে নিন –

Advertisement

১) আপাতত গর্ভগৃহ বন্ধ রাখা হবে। গর্ভগৃহের সামনে যেখানে প্রদীপ রাখা থাকে সেই জোড়বাংলো পর্যন্ত আসতে পারবেন দর্শনার্থীরা।

Advertisement
Advertisement

২) ১০ ফুট দূরে থেকে দেবী প্রণাম সারতে হবে।

৩) দর্শনার্থীরা একটি মাত্র গেট দিয়ে প্রবেশ করতে পারবে।

৪) ১০ জনের বেশি একসাথে প্রবেশ করা যাবে না।

৫) মিষ্টি নিয়ে প্রবেশ নিষিদ্ধ।

৬) নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাগ কেটে দেওয়া হয়েছে। সেই দাগে দাঁড়াতে হবে দর্শনার্থীদের।

৭) প্রত্যেক দর্শনার্থীকে ৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button