নিউজরাজ্য

“মাঝে মাঝে ছেলে ভোলানোর মত রাজ্যকে এক দুই হাজার টাকা দেয় কেন্দ্র”, আমফান নিয়ে বিজেপিকে তোপ কাকলির

×
Advertisement

আমফানের ত্রাণে বহুবার দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক শিবিরের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের রায়কে এইদিন স্বাগত জানালেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন,”আদালতের নির্দেশে এইবার আমফানে ক্ষয় ক্ষতি, প্রাপ্ত অনুদান সব বিষয়েই তদন্ত শুরু করবে ক্যাগ। এর ফলে স্বচ্ছ হয়ে যাবে সমস্ত বিষয়।” এইদিন অনুদানের বিষয়ে কেন্দ্রকে পাল্টা বাক্যবাণ ছোঁড়েন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার।

Advertisements
Advertisement

শেষ কবে কলকাতায় দেখা গিয়েছিল ঝড়ের তাণ্ডব। মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল গোটা বাংলা। আকাশ পথে ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্র থেকে তার পরেই সাহায্য এসেছিল। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আর্থিক ত্রাণ এবং ক্ষতিপূরণ দেওয়ার কথা। কিন্তু সেই টাকা কোথায়? রাজ্যের প্রায় সর্বত্রই তৃণমূল নেতার বিরুদ্ধে উঠেছিল দুর্নীতির অভিযোগ। দুর্গতরা দাবি করেছেন, প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে বহুবার। তবে মেলেনি ত্রাণ। অথচ ঝড়ে যাদের বাড়ি ভালো, পাকা, তারা ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। সেই মামলাই পৌঁছায় আদালতে। বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই বিষয়েই এইদিন তদন্ত করে CAG কে রিপোর্ট দিতে নির্দেশ দিল আদালত। এই বিষয়কেই স্বাগত জানালেন বিজেপি নেতা মুকুল রায়।

Advertisements

অন্যদিকে আবার আমফান ত্রাণে ‘দুর্নীতি’ হাইকোর্টের রায়ের পর ফের অনুদানের বিষয়ে কেন্দ্রের দিকে তীর ছুড়ল শাসক শিবির। এইদিন দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন,”মাঝে মাঝে ছেলে ভোলানোর মতো রাজ্যকে এক দুই হাজার কোটি টাকা দেয় কেন্দ্র। কেন্দ্রের তরফে প্রচার করা হয় যে রাজ্যকে অনেক টাকা দিলাম। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা কোথা থেকে আসে? যায় কোথায়? এই টাকা তো আর কেন্দ্রের নয়। অন্যদিকে তো জিএসটি বাবদ করও দেয় রাজ্যগুলি।”

Advertisements
Advertisement

Related Articles

Back to top button