বিনোদনবলিউডভোজপুরি

কাজল রাঘওয়ানির হট নাচের ভিডিও ভাইরাল, অভিনেত্রীর কিলার এক্সপ্রেশনে ঘায়েল পুরুষ ভক্তরা – BHOJPURI VIDEO

ভাইরাল ভিডিওটি ইউটিউবে রেকর্ড সৃষ্টি করেছে

×
Advertisement

ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় তারকা হলেন কাজল রাঘওয়ানি। তিনি প্রচুর মিউজিক ভিডিও এবং সিনেমাতে কাজ করেছেন। ভোজপুরি ইন্ডাস্ট্রি তথা গোটা ভারতের দর্শকদের কাছে তার জনপ্রিয়তা ব্যাপক। অনেকেই অপেক্ষা করেন কবে তাদের প্রিয় তারকা নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে চলেছে। এমনকি আজকাল ইউটিউবে দেখলেই আপনি বুঝতে পারবেন যে বলিউডের থেকেও বেশি জনপ্রিয়তা রয়েছে এই ভোজপুরি ইন্ডাস্ট্রির। আজকের এই প্রতিবেদনে ভোজপুরি তারকা কাজলের এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো যা ইউটিউব দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

Advertisements
Advertisement

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে সুপার ভাইরাল হয়েছে কাজল ও খেসারি লাল যাদবের ‘সাজ কে সাওয়ার কে‘ গানটি। ইউটিউবে ভাইরাল তালিকায় পৌঁছালেই এই গান সবার ওপরে রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। গানের তালে কাজলের সেক্সি মুভ ও বোল্ড এক্সপ্রেশন রাতের ঘুম উড়িয়ে দিতে পারে আপনার। এছাড়া এই গানে অভিনেত্রীকে যে ব্যাপক সুন্দরী লাগছিল তা বলার অপেক্ষা রাখে না। অনেকেই অভিনেত্রীর ওই কিলার লুকে ফিদা হয়ে গিয়েছেন। তাইতো এই ভোজপুরি ভিডিও ইন্টারনেটে দুনিয়াতে আসতেই তা মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। তারকা জুটির রোমান্টিক কেমিস্ট্রি রাতের ঘুম কেড়ে নিয়েছে ফ্যানদের থেকে।

Advertisements

এই ভোজপুরি মিউজিক ভিডিওটি রীতিমত ইন্টারনেট দুনিয়াতে রেকর্ড সৃষ্টি করেছে। এটি ‘ওয়েভ মিউজিক ভোজপুরি‘ চ্যানেলে পোস্ট করা হয়। ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় ৪৯ কোটি মানুষ দেখেছেন। লাইক করেছে ১২ লাখের বেশি মানুষ। এই ভিডিওটি আপনি যদি দেখতে চান, তাহলে এখানেই দেখে নিতে পারেন।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button