দেশনিউজ

২০০ টাকা দিলেই আপনি পেতে পারবেন করোনা ভ্যাকসিন, কিন্তু কীভাবে?

Advertisement
Advertisement

নয়াদিল্লি: মাত্র ২০০ টাকাতেই মিলবে করোনার ভ্যাকসিন (Corona Vaccine), জানালেন সিরাম কর্তা। মাত্র ২০০ টাকাতে মিলবে কোভিশিল্ডের একটি বোতল। করোনা ভ্যাকসিনের জন্য সিরাম ইনস্টিটিউটের কাছে দ্বারস্থ হয়েছে মোদি সরকার (Central Govt)। আজ, সোমবার (Monday) অবশেষে ভ্যাকসিনের অর্ডার পেল আদর পুনাওয়ালার সংস্থা। এরপরই দেশবাসীকে সুখবরটি দেন পুনাওয়ালা। সোমবার করোনা ভ্যাকসিন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

Advertisement
Advertisement

প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে টিকাকরণ অভিযানের বিস্তারিত নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ভারতে দুটি করোনা ভ্যাকসিন ছাড়পত্র পেয়েছে। বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেছেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে লড়ছে কেন্দ্র-রাজ্য। বিশ্বের অন্য দেশের চেয়ে ভারতের পরিস্থিতি ভাল। পরিস্থিতি ভাল হলেও, দায়িত্বজ্ঞানহীন হলে হবে না।’

Advertisement

প্রধানমন্ত্রী বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ের পরবর্তী পর্যায়ে ভারত। তিনি বলেছেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনের পথে ভারত। ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার টিকাকরণ শুরু হবে। যে ২টি ভ্যাকসিনে অনুমতি, দু’টিই মেড ইন ইন্ডিয়া। আরও ভ্যাকসিন এলে ভবিষ্যতে আরও পরিকল্পনা করা যাবে।‘দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যাবতীয় সতর্কতা অবলম্বন করা হবে। ভ্যাকসিনে যাবতীয় সতর্কতা নিয়েছেন বিজ্ঞানীরা। ভারতীয় ২টি ভ্যাকসিন বিশ্বের অন্য টিকার চেয়ে সস্তা।’

Advertisement
Advertisement

তিনি বলেছেন, ‘প্রথমে স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, পুলিশকর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে।‘প্রথম দফায় ৩ কোটি ডোজের খরচ কেন্দ্রের। এক্ষেত্রে রাজ্যগুলিকে খরচ বহন করতে হবে।’ এদিন মোদি আরও বলেন , ‘টিকাকরণের তথ্য সঠিক সময়ে আপলোড করতে হবে। ভারত যা করছে, অনেক দেশ তা অনুসরণ করবে। বিশ্বের ৫০টি টিকাকরণ শুরু হলেও, পেয়েছেন আড়াই কোটি। ভারতে কয়েক মাসের মধ্যে ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন। বিপুল জনসংখ্যার কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ।’

সোমবারের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনের গুজবে যাতে না ছড়ায় পদক্ষেপ নিতে হবে। অনেকেই ভারতের অভিযানে বাধা তৈরির চেষ্টা করতে পারে। গুজব ছড়ানো বন্ধে পদক্ষেপ নিতে হবে সমস্ত রাজ্যকে। করোনার সঙ্গে অন্য ভ্যাকসিনের কাজও চলবে। দেশের ৯ রাজ্যে বার্ড ফ্লুর সঙ্গে লড়াইয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বার্ড ফ্লু নিয়ে স্থানীয় প্রশাসনকে কড়া নজর রাখতে হবে।বার্ড ফ্লু নিয়েও যেন কোথাও গুজব না ছড়ায়।’

Advertisement

Related Articles

Back to top button