নিউজরাজ্য

একুশের বার্তা দিতে সোমবার উত্তরবঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

Advertisement
Advertisement

নয়াদিল্লি: পুজোর আগে রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সে কথা মাথায় রেখেই পুজোর আগে রাজ্যের বিভিন্ন জায়গায় সাংগঠনিক বৈঠক করার কথা ছিল অমিত শাহের। কিন্তু গত সপ্তাহে তারপ সেই সফর বাতিল করা হয়। তার পরিবর্তে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একুশে নির্বাচনের কথা মাথায় রেখে এবার প্রথম থেকেই উত্তরবঙ্গের ওপরে বিশেষ জোর দিচ্ছে বিজেপি। আর তাই সোমবার সাংগঠনিক বৈঠকে যোগ দিতে শিলিগুড়িতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

Advertisement
Advertisement

মনে করা হচ্ছে, উত্তরবঙ্গ থেকেই একুশের বার্তা দেবেন নাড্ডা। এদিন মূলত উত্তরবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তবে বৈঠকে থাকতে পারেন মুকুল রায় সহ অন্যান্য নেতারা।রাজ্যের বিধানসভা নির্বাচনের আর খুব বেশি দেরী নেই। তারই প্রস্তুতির পর্যালোচনা হবে বৈঠকে।

Advertisement

জানা গিয়েছে, সোমবার সকাল এগারোটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামবেন নাড্ডা। সেখান থেকে প্রথমে নৌকাঘাটে গিয়ে পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দেবেন। তারপর বেলা বারোটা নাগাদ আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে গিয়ে পুজো দেবেন। তিনটে নাগাদ সেবক রোডের একটি হোটেলে দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। আগামী বছর বিধানসভা নির্বাচনের জন্য উত্তরবঙ্গকে টার্গেট করেছে বিজেপি। এখান থেকেই নিজেদের দল ভারী করতে চাইছে গেরুয়া শিবির। আর তাই পুজোর আগে রাজ্যে এসে উত্তরবঙ্গ দিয়ে নিজেদের নির্বাচনের রণকৌশন সাজাতে চাইছেন জেপি নাড্ডা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button