একবার চার্জ করলে চলবে ১৮০ কিমি, এই ইলেকট্রিক বাইক লঞ্চ হলেই সত্যিকারের ভূমিকম্প হবে

নতুন এই ইলেকট্রিক বাইকের সর্ব্বোচ স্পিড ৯০ কিমি/ঘণ্টা

Advertisement

Advertisement

ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। অনেক নামীদামী কোম্পানী এই ইলেকট্রিক গাড়ি তৈরির রেস শুরু করেছেন। পাশাপাশি অনেক নতুন কোম্পানি অবিশ্বাস্য সমস্ত মডেল নিয়ে বাজারে আসছে। বাজারে ইলেকট্রিক স্কুটারের আধিপত্যের পর এবার অনেক কোম্পানি আনছে স্পোর্ট লুকের ইলেকট্রিক বাইক। আজকের এই প্রতিবেদনে এমনই একটি ইলেকট্রিক বাইক সমন্ধে আপনাদের জানাবো।

Advertisement

প্রতিবেদনে যে ইলেকট্রিক বাইকের কথা বলতে যাচ্ছি তার মডেলের নাম দেওয়া হয়েছে জয় ই-বাইক হারিকেন ইলেকট্রিক বাইক। এই নতুন ইলেকট্রিক বাইক বাজারে আসছে যা ১৮০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এবং ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি অফার করে। এই স্কুটারটিতে ৪.৪৫kWh ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ৫০০০ ওয়াটের ব্রাশবিহীন বৈদ্যুতিক মোটর রয়েছে।

Advertisement

এই ইলেকট্রিক বাইকে ডিজিটাল টাচ স্ক্রিন, স্টার্ট বোতাম, ইউএসবি পোর্ট, নেভিগেশন সিস্টেম, অ্যান্টি থেফ্ট অ্যালার্ট, মোবাইল সংযোগ, ব্লুটুথ সংযোগ, এলইডি লাইট, বুট লাইট এবং স্টোরেজ সহ অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে। এই বাইকটি এই মাসেই বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এর এক্স-শোরুম মূল্য প্রায় ১.৮৬ লক্ষ হতে পারে।

Advertisement

Recent Posts