নিউজপলিটিক্সরাজ্য

টার্গেট বিধানসভা নির্বাচন! শাহের আসার আগেই মতুয়াদের সাথে বৈঠকে সৌগত- জ্যোতিপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) আগমনের আগেই মতুয়াদের সাথে বৈঠক সৌগত (Sougata Roy)-জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick)

Advertisement
Advertisement

২১ এ বাংলা দখলে পদ্ম শিবিরের বিশেষ নজর মতুয়া মহলে। চলতি মাসে ঠাকুরনগরে সভা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তার আগেই শুক্রবার মতুয়া অধুষ্যিত বনগাঁ, গোবরডাঙ্গায় দলপতি, গোঁসাই এবং ভক্তদের নিয়ে সভা করতে দেখা গেল শাসক শিবিরের নেতাদের। তারা আশ্বাস দিলেন মতুয়াদের পাশে থাকার।

Advertisement
Advertisement

শুক্রবার সকালে বাগদা বিধানসভার গাড়াপোঁতার বর্ণপরিচয় অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় ছিলেন বাংলার সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallick), সাংসদ সৌগত রায়(Sougata Roy) সহ শাসক শিবিরের শীর্ষ নেতৃত্ব। এই সভায় মতুয়াদের বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এই দিন দমদমের শাসক শিবিরের সাংসদ সৌগত রায় বিজেপির সাংসদ শান্তনু ঠাকুওরকে ‘অপদার্থ’ বলে কটাক্ষ করেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,”মতুয়াদের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে। বনগাঁ উত্তর বিধানসভা আমরাই পাচ্ছি।” রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করা হলে খাদ্যমন্ত্রী বলেন,”ভুল করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।” একই সুর তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়। তার বক্তব্য,”কোনও ক্ষোভ থাকলে সরাসরি নেত্রীকে জানাতে পারতেন। এইভাবে মন্ত্রিত্ব ত্যাগ বা ফেসবুক পোস্টের কোনও মানেই নেই।” গারাপোতার বৈঠকে সেরে এইদিন বনগাঁর শিমুলতলা এলাকায় বৈঠক করে শাসক শিবিরের নেতৃত্ব। সন্ধেয় সভা রয়েছে গোবরডাঙায়।

Advertisement

প্রসঙ্গত উল্লখ্য, এইদিন মতুয়া- শাসক দলের সভায় দেখা যায়নি মমতাবালা ঠাকুরকে। তা নিয়ে চারপাশে গুঞ্জন তৈরি হলেও শোনা যাচ্ছে, মতুয়াদের একটি বিশেষ কাজে বর্তমানে ত্রিপুরায় রয়েছেন তিনি। প্রসঙ্গত রাজনৈতিক মহলের দাবি, মতুয়া ভোটকে টাগের্ট করেই ৩০ জানুয়ারি বঙ্গ সফরে এসে ঠাকুরনগরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে নিজেদের মাটি শক্ত করেই মতুয়াগড়ে সভা করল তৃণমূল। যা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button