নিউজপলিটিক্সরাজ্য

“ক্ষমতা থাকলে পাণ্ডবেশ্বরের প্রার্থী হোক”, শুভেন্দুকে খোলা চ্যালেঞ্জ জিতেন্দ্রর

জিতেন্দ্র তিওয়ারি বললেন, "পাণ্ডবেশ্বরে শুভেন্দু বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়ালে ওকে গোহারা হারাবো"

Advertisement
Advertisement

একুশে নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরমে উঠেছে। কোন রাজনৈতিক দল অন্য দলকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে প্রস্তুত নয়। এরই মধ্যে ফের পুরানো মেজাজে দেখা গেল আসানসোলের পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে। তিনি সরাসরি সদ্য বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, “ক্ষমতা থাকলে পাণ্ডবেশ্বর থেকে দাঁড়ান। গো হারা হারাবো আপনাকে।”

Advertisement
Advertisement

আসলে আজকে কেন্দ্রের জনবিরোধী নীতি ও কৃষি আইনের বিরোধিতা করে পাণ্ডবেশ্বর মহামিছিলের আয়োজন করেছিল ঘাসফুল শিবির। সেখানে উপস্থিত ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি আজ দুপুর বেলা পাণ্ডবেশ্বর স্টেশনের নিকটবর্তী একটি স্থানে জনসভা করেন। তিনি জনসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি বলেছেন, “দুদিন হল বিজেপিতে গিয়েছে। আর এখনই নিজেকে বড় নেতা প্রমাণ করার চেষ্টা করছে। ও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে কুরুচিকর ও মিথ্যা অভিযোগ করছে।” এছাড়াও তিনি শুভেন্দুকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, শুভেন্দু বাবু যদি এত বড় নেতা হন তাহলে বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বর কেন্দ্রে প্রার্থী হয়ে দেখাক। কথা দিচ্ছি ও যদি প্রার্থী হয় তাহলে ৫০ হাজার ভোটে হারবে।”

Advertisement

এছাড়াও জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, “আজকে আমাদের মহামিছিলে যে মানুষের ঢল দেখতে পাচ্ছি তা প্রমাণ করে দিচ্ছে অঞ্চলের মানুষ এখনও তৃণমূল এই ভরসা রাখে। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জিত নিশ্চিত।” অন্যদিকে শুভেন্দুর পাশাপাশি তিনি ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে তীব্র আক্রমণ করেছেন, “কেউ কেউ দলের কর্মীদের মারধর করে বা বোমা ফাটিয়ে দলের বদনাম করার চেষ্টা করছে। সন্ত্রাস দেখে নিজেদের প্রভাব খাটাতে চায়। যে বা যারা এই কাজ করছে তারা নিজেদের সংযত করে নিক। নাহলে ফল ভালো হবে না।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button