ফ্রি-তে কথা বলার সুযোগ হারাচ্ছে জিও-র গ্রাহকরা। এবার থেকে কথা বলতে হলে গুনতে তার মূল্য। তবে এই চার্জ জিও থেকে অন্য কোম্পানির ফোন কলে ধার্য করা হবে। জিও থেকে জিও-তে ফোন করার জন্য কোন চার্জ দিতে হবে না বলে জানিয়েছে রিলায়েন্স কর্তৃপক্ষ। জিও থেকে অন্য সংস্থার কানেকশনে কথা বলতে হলে কানেক্টিভিটি চার্জ হিসেবে ৬ পয়সা করে কাটা হবে। ট্রাই-এর নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রিলায়েন্স জিও।
জিও থেকে অন্য সংস্থার কানেকশনে কল করতে হলে যে সামান্য চার্জ কাটা হয়, গ্রাহকদের হয়ে তা এতদিন রিলায়েন্স কর্তৃপক্ষ মেটাত। এবার থেকে সেই চার্জ গ্রাহককেই মেটাতে হবে। আগামী বছরের ১ লা জানুয়ারি পর্যন্ত চার্জ দিতে হবে। এর জন্য বেশ কিছু রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও কর্তৃপক্ষ।
১০, ২০ টাকার এই টপ-আপ ব্যবহার করে বিভিন্ন গ্রাহকেরা আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন। জিও সূত্রে খবর, ১০ টাকার টপ-আপে ১২৪ নন জিও মিনিট ও ১ জিবি ফ্রি ডাটা, ২০ টাকার টপ-আপে ২৪৯ নন জিও মিনিট ও ২ জিবি ফ্রি ডাটা, ৫০ টাকার টপ-আপে ৬৫৬ নন জিও মিনিট ও ৫ জিবি ফ্রি ডাটা, ১০০ টাকার টপ-আপে ১৩৬২ নন জিও মিনিট ও ১০ জিবি ফ্রি ডাটার সুবিধা উপভোগ করতে পারবেন জিও-র গ্রাহকেরা।