ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Jio গ্রাহকদের জন্য বড় খবর, এবারে ৩০০ টাকার কমে পেয়ে যান ১ বছরের জন্য সবকিছু ফ্রি

জিও সম্প্রতি তাদের গ্রাহকদের জন্য এইসব অফার নিয়ে হাজির হয়েছে

Advertisement
Advertisement

রিলায়েন্স জিও তার সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের জন্য ভারতে বেশ পরিচিত। এই প্ল্যানগুলির মধ্যে রয়েছে ২৯৯ ও ৩৯৫ টাকার দুটি প্ল্যান। এগুলিকেই জিও কোম্পানির সবথেকে ভালো প্ল্যান বলে বিবেচনা করা হয়। এই প্ল্যানে আপনি পেয়ে যান ইন্টারনেট, ফ্রি কলিং এবং আরো অনেক ধরনের বেনিফিট, যা অন্যান্য কোম্পানির থেকে গ্রহণ করতে হলে আপনাকে অনেক বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হয়। তাই জিও এই জায়গা থেকেই অন্যান্য কোম্পানির থেকে অনেকটা এগিয়ে থাকে। চলুন তাহলে এই প্ল্যানগুলির সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করা যাক।

Advertisement
Advertisement

২৯৯ টাকার রিচার্জ প্ল্যান**

Advertisement

এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে মোট ৫৬ জিবি ডেটা পাবেন। ডেটা লিমিট শেষ হয়ে গেলে গতি ৬৪Kbps-এ নেমে যাবে। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস করতে পাবেন একদম বিনামূল্যে। এর থেকে বেশী মেসেজ করতে হলে আলাদা করে রিচার্জ করতে হবে। এছাড়াও, গ্রাহকরা জিওটিভি, জিওসিনেমা, জিওসিকিউরিটি এবং জিওক্লাউড-এর সাবস্ক্রিপশন পাবেন।

Advertisement
Advertisement

৩৯৫ টাকার রিচার্জ প্ল্যান

এই প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। এই প্ল্যানে গ্রাহকরা মোট ৬ জিবি ডেটা পাবেন। ডেটা লিমিট শেষ হয়ে গেলে গতি ৬৪Kbps-এ নেমে যাবে। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল এবং ১০০০ এসএমএস পাবেন। এছাড়াও, গ্রাহকরা জিওটিভি, জিওসিনেমা, জিওসিকিউরিটি এবং জিওক্লাউড-এর সাবস্ক্রিপশন পাবেন। এই প্ল্যানের প্রধান সুবিধাটা আনলিমিটেড কলিং কিংবা মেসেজ না। বরং, এই প্ল্যান যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনি আনলিমিটেড ৫জি ব্যবহার করতে পারবেন। আর এটাই হলো আনলিমিটেড ৫জি ব্যবহার করার সবথেকে ভ্যালু ফর মানি প্ল্যান। এই প্ল্যান রিচার্জ করলে আপনাকে প্রতিদিন খরচ করতে হবে মাত্র ৪.৭০ টাকা। অর্থাৎ ৫ টাকার কমেই আপনি হাজার টাকার বেনিফিট পেয়ে যাবেন। ৮৪ দিনের জন্য আপনি এই ৫জি সুবিধা পাবেন এক রিচার্জ করলে।

অর্থাৎ, রিলায়েন্স জিওর ২৯৯ ও ৩৯৫ টাকার রিচার্জ প্ল্যানগুলি সাশ্রয়ী মূল্যে প্রচুর পরিমাণে ডেটা এবং অন্যান্য সুবিধা অফার করে। তবে, ডেটা লিমিট শেষ হয়ে গেলে গতি কমে যাওয়া এগুলির একটি অসুবিধা। তবে, এতটা কম টাকার মধ্যে আপনার কাছে যা বেনিফিট আসছে, সেটার দিকে দেখতে গেলে এটাকে বেশ ভালো একটা অফার বলা যেতে পারে।

Advertisement

Related Articles

Back to top button