টেক বার্তা

Jio Recharge Plan: অতিরিক্ত ৬ জিবি ডেটা, সঙ্গে OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন, ৪০০ টাকারও কমে দারুণ অফার জিও-র

Advertisement
Advertisement

ভারতের বাজারে টেলিকম সংস্থা গুলির মধ্যে নিজস্ব যোগ্যতায় সেরা স্থান দখল করে নিয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio)। গ্রাহকদের সুবিধার জন্য কম দামে দারুণ সব লাভজনক রিচার্জ প্ল্যান (Recharge Plan) নিয়ে এসেছে এই সংস্থা। তুলনামূলক কম টাকায় বেশি পরিমাণে হাই স্পিড ডেটার সঙ্গে সঙ্গে আরও একাধিক সুবিধা দিয়ে থাকে জিও। তাই স্বাভাবিক ভাবেই অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় রিলায়েন্স জিওর জনপ্রিয়তা পাল্লা দিয়ে বাড়ছে গ্রাহকদের মধ্যে।

Advertisement
Advertisement

দেশ জুড়ে অসংখ্য গ্রাহক রয়েছে এই সংস্থার। মূলত অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় কম খরচে বিভিন্ন প্ল্যান দেওয়ায় জিওর জনপ্রিয়তাও বেশি। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে মাঝে মাঝেই নানান সাশ্রয়ী প্ল্যান লঞ্চ করে থাকে জিও। এই কারণেই আরো বেশি সংখ্যক মানুষ যুক্ত হতে থাকেন জিওর সঙ্গে। গ্রাহকদের কথা চিন্তা করে জিও প্রায়ই নানান রিচার্ড প্ল্যান নিয়ে আসতে থাকে। বিভিন্ন মানের এই প্ল্যান গুলিতে নানান আকর্ষণীয় সুবিধাও পাওয়া যায়।

Advertisement

৪০০ টাকারও কমেও বেশ কিছু ধামাকাদার রিচার্জ প্ল্যান রয়েছে জিওর। একাধিক কারণে এই প্ল্যানটি গ্রাহকদের কাছে খুবই লাভজনক। কারণ এই রিচার্জ প্ল্যান টিতে শুধুমাত্র প্রচুর পরিমাণে ডেটাই দিচ্ছে না, সঙ্গে পাওয়া যাচ্ছে একাধিক ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের সুবিধাও। ৩৯৮ টাকা দিয়ে জিওর এই প্ল্যানটি নিলে পাওয়া যাবে দৈনিক ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস। এই প্ল্যানেও পাওয়া যাবে Jio Saavn, জিও সিনেমা প্রিমিয়াম, জিও টিভি, জিও ক্লাউড, সনি লাইভ, লায়ন্স গেট প্লে, ডিসকভারি প্লাস, সান এনএক্সটি এর মতো অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন। এখানে ২০ জিবির বদলে পাওয়া যাবে অতিরিক্ত ৬ জিবি ডেটা। এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি রয়েছে ২৮ দিনের।

Advertisement
Advertisement

৪০০ টাকার কমে আরও একটি লাভজনক অফার দিচ্ছে জিও। ৩৮৮ টাকা খরচ করেই এই প্ল্যানে পাওয়া যাবে দিনে ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস। সঙ্গে থাকছে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড অ্যাপের সাবস্ক্রিপশন। পাশাপাশি ২৮ দিনের ভ্যালিডিটি যুক্ত এই প্ল্যানটিতে ৯০ দিনের জন্য ডিজনি প্লাস হটস্টার এর সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।

Advertisement

Related Articles

Back to top button