Jio-এর সস্তা প্ল্যান, আপনি মাত্র 5 টাকায় দৈনিক আনলিমিটেড কলের সুবিধা পাবেন
Jio কোম্পানি মার্কেট রেটের তুলনায় অনেক সস্তা মূল্যে রিচার্জ প্ল্যান এনে দেশবাসীর মন জয় করে নিয়েছে
টেলিকম ইন্ড্রাস্ট্রিতে শেষ কয়েক বছরে রীতিমত আধিপত্য বিস্তার করেছে মুকেশ আম্বানির জিও কোম্পানি। এই জিও কোম্পানি মার্কেট রেটের তুলনায় অনেক সস্তা মূল্যে রিচার্জ প্ল্যান এনে দেশবাসীর মন জয় করে নিয়েছেন। এই কোম্পানির হাত ধরেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে শিখেছে ভারতবাসী। দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে।
আজকের এই প্রতিবেদনে Jio এর যেই প্ল্যানের কথা বলা হচ্ছে, তা হল অত্যন্ত সস্তার একটি প্ল্যান। হিসাব অনুযায়ী, এই প্ল্যান ব্যবহার করলে আপনার প্রতিদিন খরচ হবে মাত্র ৫ টাকা। আসলে এই প্ল্যানের মূল্য ১৫৫ টাকা। এতে আপনি ২৮ দিনের বৈধতা পাবেন। এই ২৮ দিনে আপনি আনলিমিটেড কল করতে পারবেন। এছাড়াও এই প্ল্যানে আপনি দৈনিক ২ জিবি করে ইন্টারনেট ডাটা পাবেন। প্ল্যান শেষ পর্যন্ত আপনি মোট ৫৬ জিবি ইন্টারনেট ডাটা পাবেন।
এই প্ল্যানে আনলিমিটেড কল ও ইন্টারনেট ডাটাপ্যাকেজ এর পাশাপাশি আপনি ৩০০ টি এমএমএস করতে পারবেন। এই প্ল্যানে দৈনিক ডাটা শেষ হয়ে গেলেও কম গতির ইন্টারনেট পাবেন। আপনি MyJio অ্যাপ থেকে এই রিচার্জ করতে পারেন। দৈনিক মাত্র ৫ টাকায় এত সুবিধা সত্যিই লাভজনক ডিল।