বলিউডবিনোদন

Jalebi Bai: উল্লুর এই সিরিজে অভিনেত্রীকে দেখলে উষ্ণতা ছড়াতে বাধ্য, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

×
Advertisement

বর্তমান যুগে ব্যস্ততার মাঝে মানুষের হাতে সময় খুব কম। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হলে গিয়ে সিনেমা দেখার সময় সর্বদা থাকে না সাধারণদের কাছে। আর সেই জন্যই বর্তমান প্রজন্ম ক্রমাগত ঝুঁকছে ওয়েব সিরিজের দিকে। বাড়িতে বসে নিজেদের অবসরে আরাম করে নিজেদের ফোনে কিংবা টিভিতে সিনেমা কিংবা ওয়েব সিরিজ দেখতেই পছন্দ করছেন তারা। বলাই বাহুল্য, লকডাউনের পরবর্তী সময় থেকে এই মুহূর্তে ওবেব প্ল্যাটফর্মগুলির দর্শক সংখ্যা বেড়ে গিয়েছে অনেকগুণ। আর সেক্ষেত্রে নিজেদের দর্শকদের মন রাখতে ওয়েব প্ল্যাটফর্মগুলিও একের পর এক বোল্ড ওয়েব সিরিজ নিয়ে আসছে। সেইসমস্ত প্লাটফর্মগুলির মধ্যে উল্লু অন্যতম।

Advertisements
Advertisement

উল্লুর অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জালেবি বাই’। এই সিরিজের অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় ঋদ্ধিমা তিওয়ারিকে। দর্শকমহলে পর্দার সাহসী অভিনেত্রী হিসেবেই বিপুল পরিচিতি রয়েছে তার। বোল্ড জালেবি বাইয়ের চরিত্রে তার অভিনয় রীতিমতো উষ্ণতা ছড়ায় গোটা দর্শকমহলে। ঘাম ঝরায় ভক্তদের। ভুলেও এই সিরিজ পরিবারের কোনো সদস্যদের সামনে কখনোই চালানো উচিৎ নয়।

Advertisements

Advertisements
Advertisement

এই ওয়েব সিরিজের গল্প অনুযায়ী, সিরিজে ঋদ্ধিমা তিওয়ারি একজন লোভী মহিলা যিনি টাকার জন্য যেকোন সীমা পর্যন্ত যেতে পারেন। আর সেক্ষেত্রে টাকার জন্য পর্দায় যেকোনো কারোর সাথে জালেবি ভাবিকে শারীরিক সম্পর্কে জড়াতে দেখা গিয়েছে। দেওর, শ্বশুর, জামাইবাবু প্রায় সকলের সাথেই শারীরিক সম্পর্কে জড়িয়েছেন সিরিজের পর্দায়। উল্লেখ্য, এই সিরিজে অভিনেত্রীকে একাধিক দৃশ্যে বোল্ড হতে দেখা গিয়েছে। আর সেইসমস্ত দৃশ্য দেখলে লজ্জা লাগবে আপনাদের নিজেদেরই। এই মুহূর্তে সেইসমস্ত দৃশ্যের সূত্র ধরেই চর্চায় পর্দার জালেবি ভাবি অর্থাৎ ঋদ্ধিমা তিওয়ারি। উল্লেখ্য, বর্তমান প্রজন্মের মধ্যে নেহাতই অপরিচিত নন অভিনেত্রী। ঋদ্ধিমা তিওয়ারির সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তা স্পষ্ট হবে।

Related Articles

Back to top button