দেশনিউজ

মাস্ক না পরলেই দিতে হবে জরিমানা, সঙ্গে ৬ মাসের জেল, কড়া সিদ্ধান্ত এই সরকারের

Advertisement
Advertisement

এবার মাস্ক না পরে বাইরে বেরোলে দিতে হবে জরিমানা। শুধু জরিমানাই নয়, ৬ মাসের জেল পর্যন্ত হতে পারে। এমনই কড়া সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরাখন্ড সরকার। এর আগে অবশ্য কেরল ও ওড়িশায় কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। উত্তরাখন্ড সরকারের এই নির্দেশে শনিবার সিলমোহর দিয়েছেন রাজ্যের রাজ্যপাল বেবি রানী মৌর্য। এখানে স্পষ্ট করে হয়েছে, বাইরে বেরোলে কেউ মাস্ক না পরলে  ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জেল হতে পারে।

Advertisement
Advertisement

এর আগে মাস্ক না পরলে দিল্লি ১০০০ টাকা, উত্তর প্রদেশ ৫০০ টাকা, ছত্রিশগড় ১০০ টাকা জরিমানা ধার্য করেছিল। এছাড়া কেরালা,ওড়িশা ও আমেদাবাদ ও জরিমানার পথেই হেঁটেছে। এদিকে উত্তরাখণ্ডে আক্রান্তের  সংখ্যা ১৭০০ পার করেছে। মৃত্যু হয়েছে ২১ জন।

Advertisement

এদিকে দেশে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে। আজকেও দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজারের দোরগোড়ায়। মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের বেশি। এর সাথেই বাড়ছে মৃতের সংখ্যা ও। বিশ্বে মৃতের সংখ্যার নিরিখে ভারত এখন নবম স্থানে রয়েছে। মৃতের সংখ্যা ৯ হাজার পার করেছে। এই সংক্রমণের হার ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button