বিয়ে নিয়ে সবারই প্ল্যানিং থাকে। তা সে হোক কোনো সাধারণ ঘরের কন্যা বা শ্রীদেবীর কন্যা। সম্প্রতি একটি ফ্যাশন পত্রিকাকে সাক্ষাৎকার দিতে গিয়ে শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর নিজের বিয়ে নিয়ে বড়সড় সত্য ফাঁস করেছেন ৷ বরাবরই খবরের শিরোনামে থাকেন এই অভিনেত্রী। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ছোট থেকেই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে আসছেন তিনি। দক্ষিণী রীতি অনুযায়ী বিয়ে করতে চান তিনি। তিরুপতিতে বসবে বিয়ের আসর। সেখানে উপস্থিত থাকবেন দুই পরিবারের ঘনিষ্ঠরা। ঘনিষ্ঠদের দক্ষিণী খাবার খাওয়াতে চান তিনি। যেখানে ইডলি, সাম্বার, কার্ড রাইসের মতো বিভিন্ন পদ থাকবে বলে জানান ‘ধড়ক’ অভিনেত্রী। শুধু তাই নয়, বিয়ের দিন মায়ের পছন্দের কাঞ্জিভরম শাড়ি পরবেন বলে জানান তিনি। সেই সঙ্গে দক্ষিণী আদলে তৈরি গয়না। তবে পাত্র কে?… সে বিষয়ে কিছু জানাননি তিনি।