অফবিট

বিল গেটস থেকে জ্যাক মা এগিয়ে এসেছে সাহায্য করতে, অর্থ, মাস্ক, টেস্ট কিট রয়েছে সাহায্যের তালিকায়

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : করোনা ভাইরাস সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছে। শুধু আতঙ্ক নয় মারা গেছেন অনেক মানুষ। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রচুর মানুষ। মানুষ কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে। আকাল দেখা যাচ্ছে মাস্কেও। শপিং মল বন্ধ। পাওয়া যাচ্ছেনা হ্যান্ড স্যানিটাইজার। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। তাদের মধ্যে একজন হলেন চীনের এক ধনী ব্যবসাদার জ্যাক মা। যিনি প্রায় এক মিলিয়ন ফেসবুক এবং ৫০০০০০ টেস্ট কিট দিয়েছেন US কে। তার ইচ্ছা আছে আফ্রিকার ওপাশে গিয়ে এভাবেই দাঁড়ানোর।

Advertisement
Advertisement

এর ফলে আশা করা যাচ্ছে যে সমস্ত জায়গায় এই করোনাভাইরাস মহামারীর আকার ধারণ করেছে সে সমস্ত জায়গায় এই ধরনের টেস্ট কিট এবং মাস্ক প্রচুর পরিমাণে কাজে লাগবে। তবে জ্যাক মা আরও বলেছেন যে, তিনি তার ইচ্ছা আছে প্রায় ৫৪ টি আফ্রিকান জাতিকে ২০০০০ টেস্টিং কে এবং ১০০০০০ ফেস মাস্ক দেবেন। এই ৫৫ বছরের কোটিপতি এখনো পর্যন্ত জাপান, সাউথ কোরিয়া, ইউরোপ, ইরান এবং এই সমস্ত দেশে প্রচুর পরিমাণে টেস্ট কিট বিতরণ করেছেন।

Advertisement

কিছুদিন আগেও আর একটি খবর আমাদের চোখে আসে পৃথিবীর আর একজন অন্যতম কোটিপতি বিলগেস্ট তিনিই করোনা ভাইরাসে আক্রান্তদের পাশে আছেন এবং তিনি প্রায় ১০০ মিলিয়ন ডলার অনুদান করেছেন। বাড়িতে এই ভাইরাস টেস্ট করার জন্য তিনি ৩৭ কোটি টাকা অনুদান করেছেন টেস্ট কিট এর জন্য। যা দিয়েছেন তিনি ওয়াশিংটন বাসীকে। তবে আগের সপ্তাহে তারা বেলজিয়ামে করনা ভাইরাসে আক্রান্তদের ওপরেও একটা অনুদান দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button