নিউজপলিটিক্সরাজ্য

বছরের শুরুতেই রাজ্যে আসছেন জেপি নড্ডা, নড্ডা করবেন ৯ তারিখ বীরভূমে রোড শো

৯ তারিখ বীরভূমে রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা (Nadda)

×
Advertisement

নতুন বছরের শুরুতেই রাজ্যে আসছেন পদ্ম শিবিরের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা(Nadda)। সংবাদ সংস্থার খবর অনুসারে, আগামী ৯ তারিখ বীরভূমে একটি রোড শো করবেন। তার পাশাপাশি রাজ্যের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে মিলিত হবেন তিনি।

Advertisements
Advertisement

২১ এর নির্বাচনের কথা মাথায় রেখে পদ্ম শিবিরের সব নজর এখন বাংলার ওপরে। প্রতি মাসে দিল্লী থেকে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নড্ডার মতো শীর্ষ পদ্ম শিবিরের নেতারা আসবেন প্রতি মাসে। এখনও পর্যন্ত খবর, আগামী ৩০ জানুয়ারি বাংলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এইদিন মতুয়াদের একটি সমাবেশে উপস্থিত থাকবেন তিনি। সমাবেশে উপস্থিত থাকবেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তার আগেই রাজ্যে আসছেন জে পি নড্ডা। কোথায় নড্ডার রোড শো হবে তা এখনও ঠিক করা হয়নি। তবে বিজেপির সূত্র হতে জানা গিয়েছে যে, সেটি হতে পারে তারাপীঠে।

Advertisements

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবারে সভা করেন জেপি নড্ডা। সেই সভায় যাওয়ার পথে হামলা হয়েছিল তার কনভয়ে। সেই সভায় যাওয়ার পথে হামলা হয় তার কনভয়ে। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তার সফরে নিরাপত্তার দায়িত্ব থাকা ৩ আইপিএস অফিসারকে তলব করা হয় কেন্দ্রের ডেপুটেশনে। এই নিয়ে বহু জলঘোলার পর আবার রাজ্যে পা রাখছেন পদ্ম শিবিরের সর্বভারতীয় সভাপতি। আগের ২০ ডিসেম্বর বোলপুরে একটি রোড শো করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisements
Advertisement

প্রচুর জনসমাগম হয়েছিল সেই সভায়। সেই বীরভূমেই আবার আসছেন জে পি নড্ডা। জেলা তৃণমূল সভাপতির দাবি ছিল, অন্য জেলা এমনকি ঝাড়খণ্ড থেকে লোক এনে রোড শো করেছে গেরুয়া শিবির। ২৯ ডিসেম্বর পাল্টা রোড শো করে ক্ষমতা প্রদর্শন করে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এইবার নড্ডার সভায় পদ্ম শিবির কতটা লোক আনতে পারে সেটাই এখন দেখার বিষয়।

Related Articles

Back to top button