আন্তর্জাতিকনিউজ

ইতালি যেন মৃত্যুপুরী, একদিনে মৃত্যু ৬০০-র বেশি

Advertisement

সারা বিশ্বে নিজের প্রভাব বিস্তার করেছে নোভেল করোনা ভাইরাস। চীনের বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নোভেল করোনাের দাপট বেড়েছে ইতালিতে। ইতালি এখন যেনো মৃত্যুপুরী। খাঁ খাঁ করছে চারিদিক। জনশূন্য রাস্তাঘাট। সারা বিশ্বে কোভিড-১৯ এর ফলে আক্রান্ত হয়েছেন ৩৮,১,৭৬১ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৬,৫৫৮ জন। যদিও এটি সারা বিশ্বের আক্রান্ত ও মৃতের সংখ্যা কিন্তু ইতালিতেই ঘটেছে বেশিরভাগটা। যার ফলে আর নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ইতালির বর্তমান পরিস্থিতিকে।

সমগ্র ইতালির মানুষ ঘরে বন্দী। যেনো এক অদৃশ্য দানব দাপিয়ে বেড়াচ্ছে সমগ্র ইতালিতে। এই অদৃশ্য জীবাণুর বিরুদ্ধে লড়াই করার মানসিক ও শারীরিক শক্তি হারিয়ে ফেলেছে ইতালি। এমন অসহায়তা প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী কন্তেও। তার টুইটে তিনি সবটাই সর্বশক্তিমানের উপর ছেড়ে দিতে চাইছেন। তাদের হাতের বাইরে বেরিয়ে গেছে পরিস্থিতি। বর্তমানে তাদের একটাই মন্ত্র ‘স্টে অ্যাট হোম।’

গত শনিবার, ইতালিতে মৃতের সংখ্যা ছিল ২৪ ঘণ্টায় ৭৯৩ জন এবং গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়ে হয়েছে ৬০০ এরও বেশি। কোভিড-১৯ ইতালিতে এমন আকার নিয়েছে যেখানে ইতালির সরকারের পক্ষে আর পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা নেই, এমন অসহায়তা ফুটে উঠেছে ইতালির প্রধানমন্ত্রীর টুইটে।

Related Articles

Back to top button