নিউজপলিটিক্সরাজ্য

তৃণমূল শিবিরের নতুন “বিদ্রোহী সিপাহী” হয়ে উঠছেন কি অতীন ঘোষ? বক্তব্য, “দলে থেকে অনেক বঞ্চনার শিকার হয়েছি”

Advertisement
Advertisement

একুশের নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মধ্যে দলের অন্তর্দ্বন্দ্ব ক্রমশ স্পষ্ট হচ্ছে। শুভেন্দু ইস্যু নিয়ে রীতিমত তোলপাড় বঙ্গ রাজনীতি। কিন্তু এবার কি তৃণমূলের নতুন বিদ্রোহী সিপাহী হয়ে উঠছেন অতীন ঘোষ? তার বক্তব্য শুনলে তেমন কিছু একটা মনে হচ্ছে। অতীন ঘোষ কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য ও প্রাক্তন ডেপুটি মেয়র। তিনি এবার একযোগে দলের প্রতি ক্ষোভ ও অভিমান উগরে দিল। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী দল ছেড়ে যাবে নাকি না তৃণমূল দলে থাকবে সেই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এবার অতীন ঘোষের বক্তব্য নতুন করে তৃণমূল শিবিরের আবার অস্বস্তি বাড়িয়ে দিল।

Advertisement
Advertisement

অসীম ঘোষ জানান, “তৃণমূলে থেকে তিনি রাজনৈতিক জীবনে অনেক ভাবে বঞ্চিত হয়েছেন এবং তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে দিয়েছে অনেকে। দলের বিরুদ্ধে গিয়ে তিনি এখনও অব্দি কখনো কিছু বলেননি। তবে এবার হতাশা বাড়ায় তিনি বলতে বাধ্য হচ্ছেন।” এছাড়াও তৃণমূল দল থেকে শুভেন্দু চলে যাওয়াটা তৃণমূলের ক্ষতি বলেই আখ্যা দিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত তিন দশক ধরে উত্তর কলকাতার কাউন্সিলর নির্বাচিত হন অতীন ঘোষ। কিন্তু দীর্ঘদিন ধরে মেয়র পদপ্রার্থী হলেও কখনও পদ জোটেনি এখন অব্দি। এর জন্যই তিনি অনেকটা হতাশার সাথে বলেছেন, “আমাকে অনেক আগে থাকতেই রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখা হয়েছে। দলে থেকে অনেক বঞ্চনার শিকার হতে হয় আমাকে। আমাদের মত পুরনো তৃণমূল কর্মীরা এরকম ব্যবহার একদমই আশা করি না।”

Advertisement

এছাড়াও তিনি এদিন তার কথায় কোন রাখঢাক না রেখেই সরাসরি বলেছেন, “এবার তৃণমূলের রাজনীতি করতে গেলে প্রফেশনাল মানেজমেন্ট টিমের অধীনে কাজ করতে হবে। এরকম রাজনীতি করার অভিজ্ঞতা আমার নেই। এর আগে রাজনৈতিক শিক্ষক বা পথপ্রদর্শক হিসেবে আমরা সিনিয়র দলের নেতাদের পরামর্শ নিতাম, কোন ম্যানেজমেন্ট টিমের না।” এছাড়াও এদিন তিনি কোচবিহার প্রাক্তন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, “মিহিরের মত ভাল ও সত নেতা কেন দল ছেড়ে চলে গেল বা দল কেন তাকে ধরে রাখতে পারল না সেটা কিন্তু দেখার বিষয়।” এছাড়াও শুভেন্দু ইস্যু নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেছেন, “শুভেন্দু অধিকারীর মত দক্ষ জননেতা তৃণমূল থেকে চলে গেলে দলের অনেকটা বড় ক্ষতি হয়ে যাবে।”

Advertisement
Advertisement

অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী, অতীন ঘোষকে কলকাতার মেয়র প্রজেক্ট করে নির্বাচনে লড়তে চাইছে বিজেপি। অতীন ঘোষের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায় গেরুয়া শিবির। ইতিমধ্যে অতীন ঘোষকে “টোপ” দিয়ে দিয়েছেন উত্তর কলকাতা বিজেপির এক সাধারন সম্পাদক। তবে এরপর অতীন ঘোষ কি পদক্ষেপ নেবেন, সেটাই দেখার বিষয়।

Advertisement

Related Articles

Back to top button