ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Amazon Great Republic Day Sale অফারে iPhone 13 সস্তা হয়ে গেল, গ্রাহকরা পাচ্ছেন এত টাকার সুবিধা

এই নতুন স্মার্টফোনটি আপনারা যদি কিনতে চান তাহলে এটাই হল সবথেকে ভালো অফার

Advertisement
Advertisement

আর কিছুদিনের মধ্যেই শুরু হবে অ্যামাজন ইন্ডিয়ার গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৪। এই ডিসকাউন্ট অফার চালু হওয়ার আগে বিক্রয়ের উপর উপলব্ধ অফার এবং ডিলগুলিকে টিজ করা হয়েছিল কোম্পানির তরফ থেকে। তবে শুধুমাত্র একটি বা দুটি স্মার্টফোনের উপরে নয়, এই নতুন ডিসকাউন্ট অফারে আপনারা বহু স্মার্টফোন এবং ইলেকট্রনিক্স এর উপরে ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন। আপনি যদি iphone ১৩ কিনতে চান তাহলে অ্যামাজনে আপনি খুব সস্তায় এই স্মার্টফোনটি এখন কিনতে পারবেন। অ্যামাজনের এই ডিসকাউন্ট অফারে ফোনটি ৫০ হাজার টাকা থেকেও কম দামে পাওয়া যাচ্ছে। অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল ১৪ই জানুয়ারি মধ্যরাতে বারোটার সময় সকলের জন্য চালু হবে বলে জানিয়েছে amazon। অন্যদিকে যারা প্রাইম মেম্বার রয়েছেন তাদের জন্য ১৩ ই জানুয়ারি থেকে শুরু হবে এই সেল। এই ডিসকাউন্ট অফারে আপনারা আইফোনের সমস্ত ধরনের মডেলের উপরে দারুন ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন।

Advertisement
Advertisement

তবে এই মুহূর্তে দেখতে গেলে সমস্যা থেকে বেশি ডিসকাউন্ট চলছে আইফোন ১৩ এর উপরে। এই মুহূর্তে এই স্মার্টফোনের উপরে গ্রাহকরা তৎকাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। ক্রেডিট কার্ড এবং ইএমআই লেনদেনের মাধ্যমে যদি আপনি এই হ্যান্ডসেট কেনেন তাহলে আপনি আরো অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। এর পাশাপাশি অ্যামাজন এই আইফোনের উপরে ২২ হাজার ৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট অফার করছে। এই হ্যান্ডসেটের দাম আরও ১০০০ টাকা কম হয়ে যাবে যদি আপনি সমস্ত অফার যোগ করেন।

Advertisement

iPhone 13 এর বৈশিষ্ট্য কি?

Advertisement
Advertisement

যদি আমরা আইফোন ১৩-র ব্যাপারে কথা বলি তাহলে এই স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন ৬.১ ইঞ্চি সুপার রেটিনা xdr oled ডিসপ্লে। এই ডিসপ্লে আপনাকে ১ হাজার ২০০ নিটস অব্দি পিক ব্রাইটনেস দিতে পারে। অ্যাপেল কোম্পানির A15 বায়োনিক চিপসেট থাকবে এই স্মার্টফোনে। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে প্রাইমারি ক্যামেরা ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং এছাড়াও রয়েছে একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এঙ্গেল ক্যামেরা। এই স্মার্টফোনে সামনে ১২ মেগাপিক্সেলের ট্রু ডেপ্থ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। স্মার্টফোনে আপনারা সমস্ত ধরনের সেন্সর এবং ফেস আইডি পেয়ে যাবেন। 4G LTE, 5G, ব্লুটুথ ফাইভ কানেক্টিভিটি এবং অন্যান্য সমস্ত ফিচার আপনারা এই স্মার্ট ফোনের সাথে পেয়ে যাচ্ছেন। এটা ট্রান্সফার করার জন্য এবং চার্জিং এর জন্য রয়েছে লাইটনিং পোর্ট। এছাড়াও স্মার্ট ফোনটিকে ধুলো এবং জল থেকে বাঁচানোর জন্য রয়েছে IP68 রেটিং।

Advertisement

Related Articles

Back to top button