ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিনিউজ

প্রতিদিন ৫০ টাকা দিলে ম্যাচিউরিটিতে পাবেন ৩৫ লাখ, জানুন বিস্তারিত – Post Office Scheme

Advertisement
Advertisement

বর্তমান প্রজন্ম অল্প বিনিয়োগের প্রকল্প বেশি পছন্দ করে থাকেন। আর এই স্বল্প বিনিয়োগের একাধিক ভালো প্রকল্প নিজের গ্রাহকদের সামনে সাজিয়ে রেখেছে পোস্ট অফিস। এই মুহূর্তে পোস্ট অফিসের তেমনি আরো একটি স্বল্প বিনিয়োগের প্রকল্প নিয়ে আলোচনা করা হবে এই নিবন্ধে। এই মুহূর্তে পোস্ট অফিসের ‘গ্রাম সুরক্ষা স্কিমের’ কথাই বলা হচ্ছে। এটি একটি স্বল্প বিনিয়োগ প্রকল্প। গ্রাহকদের মধ্যেও নেহাত কম জনপ্রিয় নয় এটি।

Advertisement
Advertisement

গ্রাম সুরক্ষা প্রকল্প-

Advertisement

১) নিয়ম অনুযায়ী, এই প্রকল্পে স্বল্প বিনিয়োগ করেই এক বড় অঙ্কের টাকা রিটার্ন পাওয়া যায়।
২) এই প্রকল্পে প্রতিদিন ৫০ টাকা করে অর্থাৎ মাসিক ১৫০০ টাকা জমা দিতে হয়।
৩) যদি কোন ব্যক্তি প্রতিদিন পোস্ট অফিসে এই প্রকল্পে ৫০ টাকা করে জমাতে থাকেন, তবে এই প্রকল্পের ম্যাচিউরিটির সময় তিনি হাতে ৩১ থেকে ৩৫ লাখ টাকা পেয়ে যাবেন।
৪) এই প্রকল্পে বিনিয়োগের জন্য বয়সসীমা ১৯-৫৫ বছর।
৫) এই প্রকল্পের মিনিমাম সাম ইনস্যুরেড ১০ হাজার থেকে ১ লাখ টাকা।
৬) এই প্রকল্পের ক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক কিংবা বার্ষিক ভিত্তিতেও বিনিয়োগ করার সুবিধা পাবেন গ্রাহকরা।
৭) এই প্রকল্পে বিনিয়োগকারীরা ৪ বছর পর লোনের সুবিধা পাবেন।
৮) যদি কোন বিনিয়োগকারী সারেন্ডার করতে চান! তবে এই প্রকল্পের গ্রাহক হওয়ার ৩ বছর পরই এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
৯) এই প্রকল্পের বিনিয়োগকারীরা ৫ বছর পর থেকে বোনাসের সুবিধাও পেয়ে যাবেন।

Advertisement
Advertisement

যদি কেউ ১৯ বছর বয়সে ১০ লাখের এই প্রকল্প কিনে থাকেন, তবে সেই গ্রাহককে ৫৫ বছরের জন্য প্রতি মাসে ১৫১৫ টাকা প্রিমিয়াম গুনতে হবে। পাশাপাশি এটি ৫৮ বছরের জন্য হলে প্রতি মাসে ১৪৬৩ টাকা এবং ৬০ বছরের জন্য প্রতি মাসে ১৪১১ টাকা গুনতে হবে।

কত টাকা পাবেন?

• ৫৫ বছরের বিনিয়োগে মিলবে- ৩১ লাখ ৬০ হাজার
• ৫৮ বছরের বিনিয়োগে মিলবে- ৩৩ লাখ ৪০ হাজার
• ৬০ বছরের বিনিয়োগে মিলবে- ৩৪ লাখ ৬০ হাজার

Advertisement

Related Articles

Back to top button