দেশনিউজ

চিনের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ভারত, ৩৩ টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব বায়ুসেনার

কেন্দ্র সরকারকে রাশিয়া থেকে ৩৩ টি নতুন যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেওয়া হয়েছে বায়ুসেনার তরফে।

Advertisement
Advertisement

চীনের সাথে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বায়ুসেনার শক্তি আরও বাড়ানোর দিকে নজর দিলো ভারত। কেন্দ্র সরকারকে রাশিয়া থেকে ৩৩ টি নতুন যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেওয়া হয়েছে বায়ুসেনার তরফে। বায়ুসেনার এই প্রস্তাব পাওয়ার সাথে সাথেই কেন্দ্রের তরফে এই যুদ্ধবিমান গুলি কেনার বিষয়ে চিন্তাভাবনা শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে। ৩৩ টি যুদ্ধবিমানের মধ্যে ২১ টি MiG-29s এবং ১২ টি সুখোই বিমান আছে।

Advertisement
Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অর্থমন্ত্রকের কাছে ইতিমধ্যেই এই ৩৩ টি বিমান কেনার আবেদন পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই হয়তো অর্থমন্ত্রক এই চুক্তির জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করবে। এর আগে ২০১৬ সালে রাশিয়ার সাথেই ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। এবার আপদকালীন পরিস্থিতিতে এই ৩৩ টি যুদ্ধবিমান কেনা হতে পারে। আরও জানা যাচ্ছে, সরকারের কাছে বায়ুসেনার তরফে এও প্রস্তাব দেওয়া হয়েছে যে, নতুন চুক্তি যেন সম্পূর্ণ স্বচ্ছ ভাবে করা হয়। যাতে ভবিষ্যতে কোনো ধরণের সমস্যা না তৈরি হয়।

Advertisement

উল্লেখ্য, সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীন সেনার সাথে বিবাদে জড়িয়ে পড়ে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। সেখানে শহীদ হন ২০ জন ভারতীয় জওয়ানের। একইসাথে ৪৩ জন চীনা জওয়ানেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতির পর রীতিমতো উত্তপ্ত দুই দেশের সীমান্ত। ভারতের তরফে চীন সীমান্তে আরও বেশি করে সেনা মোতায়েন করা হয়েছে। ভারতের অভ্যন্তরে চীনা সামগ্রী বর্জনের দাবি উঠেছে। এই অবস্থায় নতুন করে ৩৩ টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব পাঠালো বায়ুসেনা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button