Today Trending Newsক্রিকেটখেলা

দলে একাধিক পরিবর্তন, দক্ষিণ আফ্রিকা সিরিজে এই ১৫ জনের নাম ঘোষণা করলো ভারতীয় বোর্ড

Advertisement
Advertisement

ঘোষিত হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের দল। প্রত্যাশা মতোই দীর্ঘ ছয় মাস বাদে চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেন হার্দিক পান্ডিয়া। চোট সারিয়ে দলে ফিরলেন শিখর ধাওয়ান এবং ভুবনেশ্বর কুমারও। আগামী ১২ই মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধর্মশালায় প্রথম ম্যাচ ভারতের।

Advertisement
Advertisement

সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন বিরাট কোহলি। নিউজিল্যান্ড সিরিজে চোট পাওয়া রোহিত শর্মাকে এই সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে টানা খেলে চলা মহম্মদ শামিকেও। ওপেনিং এ ফিরছেন শিখর ধাওয়ান। দলে নেওয়া হয়েছে শুভমান গিলকে। পৃথ্বী শ বা শুভমান গিলের মধ্যে কোনো একজন এই সিরিজে শিখর ধাওয়ানের ওপেনিং পার্টনার হবেন। চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ভুবনেশ্বর কুমারকে ফেরানো হয়েছে আসন্ন সিরিজে।

Advertisement

আরও পড়ুন : ভারতকে ৮৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া

Advertisement
Advertisement

তবে সবচেয়ে বড় কামব্যাক হার্দিক পান্ডিয়ার। বিশ্বকাপের পর ছোট পেয়ে জাতীয় দল থেকে ছিটকে গেছিলেন। মাঝে দলে ফিরলেও আবার চোট পান। ফিটনেস পাস না করতে পারায় নিউজিল্যান্ড সফরেও বাদ পড়েন দল থেকে। কিন্তু সম্প্রতি সম্পূর্ণ ফিট হয়ে ডি-ওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুই ম্যাচে ২ টো সেঞ্চুরি করেন। এদিন দল ঘোষণা হতেই ফিরলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘোষিত ভারতীয় দল:

শিখর ধাওয়ান, পৃথ্বী শ, বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, মণীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জশপ্রীত বুমরাহ, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, শুভমন গিল।

Advertisement

Related Articles

Back to top button