নিউজদেশ

India’s longest railway platform: এই দেশেই রয়েছে বিশ্বের দীর্ঘতম প্লাটফর্ম, খড়গপুর কিন্তু নয়, নাম জানলে চমকে যাবেন আপনিও

একটা সময় খড়্গপুরের থেকেও লম্বা প্লাটফর্ম তৈরি হয়েছিল উত্তরপ্রদেশে

Advertisement
Advertisement

ভারতীয় রেলের কথা এই মুহূর্তে সারা বিশ্ব জানে। সারা দেশ জুড়ে রীতিমতো জালের মতো ছড়িয়ে রয়েছে এই বিশাল রেল পরিষেবা। ভারতের কোটি কোটি মানুষকে প্রতিদিন একনাগাড়ে পরিষেবা দিয়ে আসছে ভারতীয় রেলওয়ে। সেই সূত্রেই একটা সময় পর্যন্ত পশ্চিমবঙ্গের খড়গপুর স্টেশন ছিল বিশ্বের সবথেকে লম্বা প্লাটফর্ম। ১০৭২ মিটার লম্বা এই স্টেশনের প্লাটফর্ম বহুদিন ধরেই ছিল বিশ্বের দীর্ঘতম প্লাটফর্ম। কিন্তু পরবর্তীতে এই রেকর্ড পাল্টে যায়। খড়্গপুরের থেকেও লম্বা প্লাটফর্ম তৈরি হয় উত্তরপ্রদেশে। সেই রাজ্যের গোরক্ষপুর স্টেশনের প্লাটফর্ম খড়্গপুরের থেকেও দৈর্ঘ্যে বেশ কিছুটা লম্বা।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি, উত্তর প্রদেশের গোরক্ষপুর স্টেশনের এই প্লাটফর্ম দৈর্ঘ্যে প্রায় ১ হাজার ৩৬৬ মিটার লম্বা। তবে এবারে সেই গোরক্ষপুর স্টেশনের প্লাটফর্মকে পিছনে ফেলে দিল দেশের আরও একটি স্টেশন। এই মুহূর্তে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মের তকমা পেয়েছে সেই স্টেশনটি। জানতে চান কোন স্টেশন? চলুন সেই ব্যাপারেই আজ আপনাকে জানাবো

Advertisement

এই মুহূর্তে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে স্টেশনটি অবস্থিত কর্নাটকে। এই রাজ্যের হুবলি জংশন এই মুহূর্তে বিশ্বের সবথেকে লম্বা স্টেশন প্লাটফর্মের তকমা পেয়েছে। এই স্টেশনের প্লাটফর্ম লম্বায় ১৫০৫ মিটার। ফলে দেশের তো বটেই এখন গোটা বিশ্বের স্টেশন প্লাটফর্মের মধ্যে এটি দীর্ঘতম। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের গোরক্ষপুর স্টেশন। এমনকি তৃতীয় স্থানেও রয়েছে ভারতেরই একটি স্টেশন। কেরালার কোল্লাম জংশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১,১৮০.৫ মিটার। এটি এই মুহূর্তে বিশ্বের তৃতীয় দীর্ঘতম প্ল্যাটফর্ম।

Advertisement
Advertisement

তবে খড়গপুর এই মুহূর্তে বিশ্বের চতুর্থ দীর্ঘতম রেল স্টেশনের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বিশ্বের সব দেশেই রেল যোগাযোগ একটি অন্যতম যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে এবং ভারতে রেলওয়ের একটি আলাদা রকমের গুরুত্ব রয়েছে। ভারতের রেলের রুটের সংখ্যা অনেক বেশি এবং সেই কারণেই হয়তো সারা বিশ্বে ভারতীয় রেল গর্বের একটি অন্য নাম।

Advertisement

Related Articles

Back to top button