নিউজদেশ

Indian railways: ভারতীয় রেলের বিশাল সিদ্ধান্ত, এবার এই রুটে বন্ধ হয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস, কারণ শুনলে আপনিও যাবেন চমকে

রেলমন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই এই বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে

Advertisement
Advertisement

নরেন্দ্র মোদি সরকার এর পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তে চালু করা হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। নরেন্দ্র মোদির এই স্বপ্নের প্রকল্প নিয়ে ভারতের মানুষদের মধ্যে ছিল উন্মাদনা। রেল সূত্রের খবর ২৭ জুন পাঁচটি নতুন বন্দে ভারত ট্রেনের শুভ সূচনা হতে চলেছে। জানা যাচ্ছে এবার পাটনা থেকে রাঁচি যাওয়ার জন্য বন্দে ভারত ট্রেনের সুযোগ পেয়ে যাবেন তারা। এর আগেই রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল ২০২৪ সালের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করা হবে। স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই কথাটি জানিয়েছিলেন। তবে এবার জানা যাচ্ছে ভারতীয় রেলের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে বন্দে ভারত ট্রেন। তবে সবকটি রুটে নয় নাগপুর থেকে বিলাসপুর রুটে বন্ধ হচ্ছে এই ট্রেন।

Advertisement
Advertisement

কারণ হিসেবে দেখানো হয়েছে, যাত্রীসংখ্যা অত্যন্ত কম হওয়ার কারণেই এই ট্রেন বন্ধ করে দিচ্ছে ভারতীয় রেলওয়ে। এই লাইনে এই মুহূর্তে কোনরকম বন্দে ভারত ট্রেনের প্রয়োজন নেই। সেই কারণেই এই সেমি হাই স্পিড ট্রেন বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ভারতীয় রেল। ইতিমধ্যেই ভারতীয় রেলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে বন্দেভারত ট্রেন বন্ধ করে এই রুটে নামানো হয়েছে তেজস এক্সপ্রেস।

Advertisement

প্রসঙ্গত যখন তেজস লঞ্চ করা হয়েছিল ঠিক সেই সময় থেকেই অত্যন্ত গতিবেগ সম্পন্ন ছিল এই ট্রেন। বর্তমানে সেই জায়গা বন্দে ভারত ট্রেন নিলেও, এখনো পর্যন্ত ভারতের অন্যতম দ্রুত ট্রেন। ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নাগপুর থেকে বিলাসপুর রুটে এই বন্দে ভারত ট্রেনের শুভ সূচনা করেছিলেন। কিন্তু যাত্রীসংখ্যা অত্যন্ত কম হওয়ার কারণে এই ট্রেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button