নিউজদেশ

Indian railways: ট্রেনের কোচে কত টনের এসি ব্যবহার করা হয়? শুনলে হয়রান হয়ে যাবেন আপনিও

আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি ট্রেনের বগিতে কত টনের এসি ব্যবহার করা হতে পারে?

×
Advertisement

আমরা বাড়িতে ইনস্টলেশন এর জন্য ১, ১.৫ অথবা ২ টনের এসি ব্যবহার করে থাকি। এই ক্ষমতার একটি এসি একটি সাধারণ আকারের ঘরকে ঠান্ডা করে দিতে পারে। কিন্তু আপনি কি জানেন, একটা ট্রেনের বগি ঠান্ডা করতে কত টনের এসি ব্যবহার করা হয়? এই একটি এসি চলন্ত গাড়িতে ৭২ বা তার বেশি লোককে শীতলতা প্রদান করে থাকে। চলুন আজকে আপনাকে এটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব। সম্প্রতি ট্রেনের পুরনো বগি গুলিতে বিভিন্ন ক্ষমতা বেশি বসানো হয়েছে। এখানে পুরনো বগি বলতে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি দ্বারা নির্মিত বিভিন্ন ধরনের পুরনো কোচের কথা বলা হচ্ছে। এখন লিঙ্ক হফম্যান বুস কোচগুলিতে এসি স্থাপন করা হচ্ছে। চলুন সে ব্যাপারে জেনে নেওয়া যাক।

Advertisements
Advertisement

আইসিএফ কোচের থার্ড এসিতে সাত টনের দুটি এসি বসানো থাকে। দ্বিতীয় শ্রেণীতে প্রতি ৫.২ টন ওজনের দুটি এসি বসানো থাকে। এছাড়া প্রথম শ্রেণীতে ৬.৭ টন ওজনের একটি এসি ইন্সটল করা থাকে। ভিড় এবং কোচের আসন সংখ্যার কথা মাথায় রেখে এটি করা হয়ে থাকে। চলুন এবারে নতুন কোচের ব্যাপারে কথা বলা যাক। এতে এসির ক্ষমতা আইসিএফ এর থার্ড এসি কোচের সমান। এখানে সাত টনের দুটি এসি বসানো হয়ে থাকে। অর্থাৎ বলতে গেলে উভয় ধরনের কোচে ১৪ টন ওজনের এসি ব্যবহার করা হয়। এগুলির কর্ম ক্ষমতা ভালো এবং এগুলি গাড়ির গতির দ্বারা প্রভাবিত হয় না।

Advertisements

অন্যদিকে আপনি যদি মনে করেন এসির শীতলতা অত্যধিক তাহলে আপনি কোচ অ্যাটেনডেন্টের কাছে অভিযোগ করতে পারেন। তবে এসির শীতলতা কমবে কিনা তা নির্ভর করবে আপনার কোচে বসা অন্য যাত্রীরা অভিযোগ করছেন কিনা তার উপরে। আপনার অনুরোধে অ্যাটেনডেন্ট যদি এসির তাপমাত্রা বাড়িয়ে দেন, আর অন্যদিকে অন্য কেউ যদি এসির তাপমাত্রা কমানোর কথা বলে তাহলে কিন্তু তাপমাত্রা আবার কমিয়ে দেওয়া হবে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button