ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ট্রেনে করে বাইক অন্য শহরে নিয়ে যাবেন? জানুন রেলের পণ্য পরিবহনের সমস্ত চার্জ

ভারতীয় রেলের এই পণ্য পরিবহন সার্ভিস এখনকার দিনে সব থেকে বড় আয়ের মাধ্যম হয়ে উঠেছে রেলের জন্য

Advertisement
Advertisement

ভারতীয় রেলওয়ে যাত্রী পরিবহনের পাশাপাশি মাল পরিবহনের ক্ষেত্রেও ভারতের সবথেকে বড় মাধ্যম। এখনকার দিনে ভারতীয় রেল মালবাহী গাড়ি থেকেই কিন্তু সব থেকে বেশি আয় করে কারণ রেলওয়ে প্রতিদিন প্রচুর সংখ্যক পণ্যবাহী ট্রেন এবং অন্যান্য পার্সেল ট্রেনের মাধ্যমে পণ্য পরিবহন করে। রেলে ভ্রমণকারী যাত্রীদের বুকিং প্রক্রিয়া এবং ভাড়া মোটামুটি কম থাকার কারণে অনেকেই ভারতীয় রেলের এই পণ্য পরিবহনের সুবিধাটি গ্রহণ করে। তবে অনেকেই পার্সেল বুক করার প্রক্রিয়া এবং চার্জ সম্পর্কে ততটা অবহিত থাকেন না। তাহলে চলুন জেনে নিন রেলওয়েতে আপনি কিভাবে পার্সেল বুক করবেন এবং কিভাবে আপনি সস্তার মধ্যে পার্সেল আপনার গন্তব্যস্থলে নিয়ে যেতে পারবেন।

Advertisement
Advertisement

ট্রেনের মাধ্যমে পার্সেল অনলাইন এবং অফলাইনে বুক করা যায়। রেলওয়ে ব্যক্তিগত এবং ব্যবসায়িক পার্সেল আলাদাভাবে প্রদান করে থাকে। আপনি ট্রেনের মাধ্যমে একটি বাইক বা অন্যান্য ভারী গৃহস্থালী আইটেম কিন্তু পরিবহন করতে পারবেন। এজন্য আপনাকে রেলওয়ে স্টেশনে অবস্থিত পার্সেল কাউন্টার থেকে গিয়ে বুকিং করতে হবে। এর পাশাপাশি আপনি ভারতীয় রেলের পার্সেল বুকিং ওয়েবসাইট থেকেও বুকিং করতে পারেন।

Advertisement

মালবাহী পরিবহনের ক্ষেত্রে রেলওয়ে পার্সেল এর দূরত্ব এবং ওজন অনুযায়ী ভাড়া নিয়ে থাকে। কিলোমিটার এবং পার্সেল এর ওজন অনুযায়ী ভাড়ার চার্ট রয়েছে ভারতীয় রেলের নির্দিষ্ট ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে তথ্য অনুযায়ী, যদি আপনি পাটনা থেকে দিল্লি যাওয়ার ট্রেনে ২৫ কেজি ওজনের লাগেজ বুক করতে চান তাহলে এর জন্য আপনাকে ৩২০ টাকা দিতে হবে। ভারতীয় রেলের পার্সেল চার্ট অনুসারে ১০৫১ থেকে ১০৭৫ কিলোমিটার দূরত্বের জন্য ৫০ কেজি ওজনের একটি পার্সেল এর ভাড়া ৩২০ টাকা। অন্যদিকে পণ্যের ওজন যদি এক কুইন্টাল হয় তাহলে পার্সেল চার্জ হবে ৫৩৩ টাকা। এর সাথেই অন্যান্য চার্জ যুক্ত করবে ভারতীয় রেল।

Advertisement
Advertisement

কিভাবে করবেন বুক?

ভারতীয় রেলওয়েতে পার্সেল বুক করতে হলে আপনাকে লাগেজ পার্সেল অফিসে যেতে হবে। তারপর ফরওয়ার্ডিং লেটার পূরণের পরে আপনাকে ফি জমা দিতে হবে। সবথেকে বিশেষ বিষয়টি হলো ট্রেন ছাড়ার আধঘন্টা আগেও আপনি পার্সেল কিন্তু বুক করতে পারবেন। এছাড়া আপনি যদি আপনার সাথে আপনার পোষা প্রাণীকে নিয়ে যেতে চান তাহলেও কিন্তু আপনাকে এই পার্সেল কাউন্টারে গিয়ে পার্সেল বুক করতে হবে। যানবাহন বুক করতে হলে গাড়ির নিবন্ধন কাগজপত্র এবং সরকারি পরিচয় পত্র আপনাকে নিয়ে যেতে হবে। এর সাথেই আপনার গাড়ির পেট্রোল ট্যাংক সম্পূর্ণ খালি হতে হবে।

Advertisement

Related Articles

Back to top button