নিউজদেশ

Indian Railway Ticket Cancellation: ট্রেনের টিকিট বাতিল করলে কত টাকা ফেরত পাওয়া যায়? জানুন রেলওয়ের নিয়ম

যেকোনো কম্পিউটারাইজ টিকিট রিজার্ভেশন কাউন্টারে গিয়ে ট্রেনের টিকিট বাতিল করা যায়

Advertisement
Advertisement

ভারতের বুকে মানুষের ভরসাযোগ্য গণপরিবহন মাধ্যম হল ভারতীয় রেল পরিষেবা। দেশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে এই ভারতীয় রেলের জাল। এক জায়গা থেকে অন্য জায়গায় মোটামুটি সাধ্যের মধ্যে যাওয়ার জন্য প্রধান অপশন বিভিন্ন এক্সপ্রেস ট্রেন। তবে এই সমস্ত ট্রেনে যাতায়াত করার জন্য বেশ অনেকদিন আগে থাকতেই টিকিট কেটে রাখতে হয় যাতে কনফার্ম সিট পাওয়া যায়। তবে শেষমুহূর্তে আপনার যাওয়ার প্ল্যান ক্যানসেল হয়ে গেলে আপনি টিকিট বাতিল করতে পারেন। টিকিট বাতিল করলে কত টাকা ফেরত পাবেন বা কত দিন বাদে ফেরত পাবেন? জানেন কি? না জানা হলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

Advertisement
Advertisement

সকলেই মোটামুটি জানেন যে আজকালকার দিনে ডিজিটাল মাধ্যমে আইআরসিটিসি অ্যাপ থেকে অনলাইন মাধ্যমে টিকিট বুক করা হয়। এরপর টিকিট ক্যানসেলের সময় যেকোনো কম্পিউটারাইজ টিকিট রিজার্ভেশন কাউন্টারে যেতে হয়। সেই কাউন্টার থেকে আপনি কখনোই নগদ অর্থ ফেরত পাবেন না। সার্ভিস চার্জ এবং বিভিন্ন অন্যান্য হিসেব কেটে নিয়ে বাকি টাকা আপনি আবেদন করার পরের দিন অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। টিকিট বাতিল করলে কোন ক্ষেত্রে কত টাকা ফেরত পাবেন, জানতে এই প্রতিবেদনের বাকি অংশটুকু অবশ্যই দেখে নিন।

Advertisement

যদি আপনার টিকিট RAC হয়, তাহলে বাতিল করার জন্য ৬০ টাকা বাতিল করার চার্জ ধার্য করা হবে। অন্যদিকে, আপনি যদি নির্ধারিত স্টেশন থেকে ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টা আগে নিশ্চিত টিকিট বাতিল করেন, তাহলে ফার্স্ট এসি/এক্সিকিউটিভ ক্লাসের জন্য বাতিলকরণ চার্জ ২৪০ টাকা। সেকেন্ড এসি ক্লাসের জন্য ২০০ টাকা, থার্ড এসির জন্য ২০০ টাকা। ইকোনমিতে ১৮০ টাকা ক্যান্সেলেশন চার্জ। স্লিপার ক্লাসের জন্য ১২০ টাকা এবং সেকেন্ড ক্লাসের জন্য ৬০ টাকা দিতে হবে। অন্যদিকে, আপনি যদি নির্ধারিত স্টেশন থেকে ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টা থেকে ১২ ঘন্টা আগে আপনার টিকিট বাতিল করেন, তাহলে আপনাকে টিকিটের মূল্যের ২৫ শতাংশ পর্যন্ত বাতিলকরণ চার্জ দিতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button