নিউজToday Trending Newsদেশ

UPI Payment এবং QR কোডের মাধ্যমে ট্রেনের টিকিট বুক করুন, আর দাঁড়াতে হবে না লম্বা লাইনে

বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক আছে ভারতে

Advertisement
Advertisement

দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে ভারতীয় রেলের একটা তুমুল জনপ্রিয়তা রয়েছে। ছোট দূরত্ব থেকে বড় দূরত্ব সব জায়গায় ভ্রমণ করার জন্যই ভারতীয় রেলের পরিষেবা সবাই পছন্দ করেন। ভারতীয় রেলে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে থাকেন। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। আজকাল রেল যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল অনেক ধরনের পরিবর্তন নিয়ে এসেছে তাদের সিস্টেমে। এবার মেট্রোর মত QR কোড টিকিট ব্যবস্থা আনছে ভারতীয় রেল। ডিজিটাল ইন্ডিয়ার আওতায় এমন উদ্যোগের কারণে আপনাকে রেল স্টেশনের টিকিট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়াতে হবে না, আপনি আপনার ফোনের সাহায্যে মিনিটের মধ্যে টিকিট বুক করতে পারবেন।

Advertisement
Advertisement

গত মাসে দক্ষিণ রেলওয়ে এমন প্রস্তাব দেওয়ার পর চলতি মাসে উত্তর রেলওয়ে মোরাদাবাদ রেলওয়ে বিভাগ নির্বাচিত স্টেশনগুলিতে QR কোড পরিষেবা চালু করার প্রস্তুতি নিয়েছে। যাত্রীরা QR কোড এবং UPI পেমেন্টের মাধ্যমে নিজেরাই ই-টিকিট কিনতে পারবেন। যেই স্টেশনগুলোতে বর্তমানে QR কোড টিকিট পাওয়া যাবে সেগুলি হল শাহজাহানপুর, বেরেলি, চন্দৌসী, দেরাদুন, হাপুর, রুরকি, আমরোহা, হরিদ্বার, নাজিবাবাদ, রামপুর, হারদোই। আপনি ভারতীয় রেলওয়ের UTS অ্যাপ থেকে QR কোড টিকিট বুক করতে পারেন। কি করে করবেন? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

১) ভারতীয় রেলওয়ের ইউটিএস অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করুন

Advertisement
Advertisement

২) এখানে বুক টিকিট মেনুতে কিউআর বুকিংয়ের বিকল্প থাকবে

৩) এখানে রেলওয়ে স্টেশনে যান যেখানে QR কোড আছে।
এর পরে ইউটিএস অ্যাপের সাহায্যে এটি স্ক্যান করুন

৪) এখানে আপনি যে গন্তব্যে ভ্রমণ করতে চান সেটি নির্বাচন করুন এবং অতিরিক্ত ক্ষেত্র নির্বাচন করুন

৫) এর পরে অবিলম্বে ট্রেনের টিকিট জেনারেট করতে অর্থপ্রদান করুন

৬) টিকিট বুকিংয়ের পরে, QR কোডের URL সহ নম্বরটিতে একটি SMS পাঠানো হবে

Advertisement

Related Articles

Back to top button