নিউজদেশ

Indian Railway এর মাধ্যমে এক শহর থেকে অন্য শহরে করতে চান বাইক পার্সেল, জেনে নিন বিস্তারিত প্রক্রিয়া

প্রাইভেট কোম্পানির থেকে ভারতীয় রেলে পার্সেল পরিবহন অনেক সস্তার

Advertisement
Advertisement

এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় অনেক সময় আমাদের ব্যক্তিগত জিনিসপত্র পরিবহনের সমস্যা হয়। বিশেষ করে এমন জিনিস যা অন্য কোনভাবে পরিবহন করা যায় না, যেমন মোটরসাইকেল। এই সমস্যার সমাধানে ট্রেনের মাধ্যমে মোটরসাইকেল পরিবহনের একটি সহজ উপায় রয়েছে। আসলে ভারতীয় রেল এই পার্সেল পরিবহনের পরিষেবা দেয়, যা প্রাইভেট কোম্পানির থেকে অনেক বেশি সস্তা। আপনি যদি এক শহর থেকে অন্য শহরে নিজের বাইক পাঠাতে চান, তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

ট্রেনে মোটরসাইকেল পরিবহনের জন্য প্রথমে আপনার নিকটস্থ বড় রেল স্টেশনে যেতে হবে। সেখানে পার্সেল বুকিং স্টেশনে যোগাযোগ করতে হবে। অনলাইনে বুকিং করতে চাইলে www.parcel.indianrail.gov.in ওয়েবসাইটে যেতে হবে। অফলাইনে বুকিংয়ের জন্য আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে মোটরসাইকেলের বিবরণ, মালিকের তথ্য, গন্তব্য স্টেশন ইত্যাদি উল্লেখ করতে হবে। অনলাইনে বুকিংয়ের জন্য আপনাকে আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর একটি ফর্ম দেওয়া হবে, যা পূরণ করে আপনাকে মোটরসাইকেলের বিবরণ দিতে হবে।

Advertisement

ফর্ম পূরণের পর আপনার মোটরসাইকেলের ওজন করা হবে এবং ভাড়া দিতে হবে। অনলাইনে বুকিংয়ের ক্ষেত্রেও আপনার মোটরসাইকেলের ওজন অনুযায়ী ভাড়া ধার্য করা হবে এবং আপনাকে একটি ট্রেন রসিদ দেওয়া হবে। ট্রেনের রসিদে আপনার গন্তব্য স্টেশনের গাড়ির নম্বর এবং পৌঁছানোর সময় উল্লেখ থাকবে। সেখানে গিয়ে আপনি আপনার মোটরসাইকেল সংগ্রহ করতে পারবেন। ট্রেনে মোটরসাইকেল পরিবহনের জন্য ৫০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রায় ১২০০ টাকা ভাড়া দিতে হয়।

Advertisement
Advertisement

ট্রেনে মোটরসাইকেল পরিবহনের ক্ষেত্রে কিছু নিয়ম-কানুন রয়েছে, যা অবশ্যই মেনে চলতে হবে। এই নিয়মগুলো হল:

১) মোটরসাইকেলটি অবশ্যই ভালভাবে পরিষ্কার এবং ঝকঝকে হতে হবে।

২) মোটরসাইকেলের চাবি, রেজিস্ট্রেশন কার্ড, ইনস্যুরেন্স কার্ড ইত্যাদি সঙ্গে রাখতে হবে।

৩) মোটরসাইকেলের লাইট, হর্ন ইত্যাদি ভালোভাবে কাজ করতে হবে।

৪) মোটরসাইকেলের সিট বাঁধা থাকতে হবে।

Advertisement

Related Articles

Back to top button