দেশনিউজ

করোনা ভাইরাসের চারিত্রিক বৈশিষ্ট্য আবিষ্কারের কৃতিত্ব এক বাঙালি বৈজ্ঞানিকের

Advertisement
Advertisement

প্রতিদিনই বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতেও প্রতিদিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, এখনো পর্যন্ত ভারতে করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা চার। এই পরিস্থিতিতে করোনা ভাইরাস নিয়ে আশার আলো দেখালেন কানাডার একদল বিজ্ঞানী। এই বিজ্ঞানীরা দাবি করেছেন তাঁরা করোনা ভাইরাসের চরিত্র বুঝেছেন। ভাইরাসের চরিত্র বোঝার ফলে সহজেই ভাইরাসের প্রতিষেধক বা টিকা আবিষ্কার করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement

এই বিজ্ঞানীদের দলটিতে একজন ভারতীয় বংশোদ্ভূত বাঙালী বিজ্ঞানীও আছেন। তাঁর নাম আরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, ড. আরিঞ্জয় বন্দ্যোপাধ্যায় কানাডার ম্যাক মাস্টার বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। তিনি সানিব্রুক রিসার্চ ইনষ্টিটিউট এবং টরোন্টো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকদের সাথে মিলে এই মারণ ভাইরাসের চারিত্রিক বৈশিষ্ট্য আবিষ্কার করেছেন।

Advertisement

আরও পড়ুন : করোনায় আক্রান্ত হয়ে ভারতে পঞ্চম মৃত্যু

Advertisement
Advertisement

ভাইরাসের এই চারিত্রিক বৈশিষ্ট্য আবিষ্কার করার পর ড. আরিঞ্জয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এই ভাইরাসের চারিত্রিক বৈশিষ্ট্য গুলো আবিষ্কার করার ফলে এর প্রতিষেধক, টিকা আবিষ্কার করা খুবই সুবিধার হবে। কি কি উপায়ে এই ভাইরাসকে নিষ্ক্রিয় করা যায় সেগুলো খুব সহজেই আবিষ্কার করা যাবে।’ WHO এর সাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী মারণ এই ভাইরাসটি সারা বিশ্বে এখনো পর্যন্ত ২,১০,০০০ জনের বেশি মানুষকে আক্রান্ত করেছে এবং ৯,৫০০ এর বেশি মানুষ এতে মারা গেছে।

Advertisement

Related Articles

Back to top button