ক্রিকেটখেলা

চলতি বছরে কোন কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত, দেখুন পূর্ণাঙ্গ সূচি

Advertisement
Advertisement

২০২০ সালে করোনার জন্য ভারতের প্রায় সব সিরিজ বাতিল হয়ে গেছে। তাই ২০২১ এ যে তাদের ঠাসা সিরিজ থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

Advertisement
Advertisement

ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে তারা। আর এবার ঘরে ও বাইরে একাধিক সিরিজ খেলতে হবে ভারতকে। পাশাপাশি রয়েছে এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপও। দেখে নেওয়া যাক এই বছরে ভারতীয় দলের সূচি।

Advertisement

ভারতের অস্ট্রেলিয়া সফর

Advertisement
Advertisement

চলতি টেস্ট সিরিজে এখনও দুটি টেস্ট বাকি রয়েছে ভারতের। সিডনি এবং ব্রিসবেনে হবে সেই দুটি ম্যাচ।

৭ জানুয়ারি – ১১ জানুয়ারি – সিডনি

ইংল্যান্ডের ভারত সফর
ইংল্যান্ডের বিরুদ্ধে আবার ঘরের মাঠে ক্রিকেট খেলতে নামবে ভারতীয় দল। পাঁচটি টি-২০, চারটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে এই ভারত ও ইংল্যান্ড।

৫ ফেব্রুয়ারি – প্রথম টেস্ট (চেন্নাই)

১৩ ফেব্রুয়ারি – দ্বিতীয় টেস্ট (চেন্নাই)

২৪ ফেব্রুয়ারি – তৃতীয় টেস্ট (দিন-রাত) (মোতেরা)

৪ মার্চ – চতুর্থ টেস্ট (মোতেরা)

১২ মার্চ – প্রথম টি২০ (মোতেরা)

১৪ মার্চ – দ্বিতীয় টি২০ (মোতেরা)

১৬ মার্চ – তৃতীয় টি২০ (মোতেরা)

১৮ মার্চ – চতুর্থ টি২০ (মোতেরা)

২০ মার্চ – পঞ্চম টি২০ (মোতেরা)

২৩ মার্চ – প্রথম ওয়ানডে (পুনে)

২৬ মার্চ – দ্বিতীয় ওয়ানডে (পুনে)

২৮ মার্চ – তৃতীয় ওয়ানডে (পুনে)

ভারতের শ্রীলঙ্কা সফর

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার পর শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে টিম ইন্ডিয়া। সেখানে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে বিরাটবাহিনী।

এশিয়া কাপ

২০১৯ বিশ্বকাপের পর আবারও এই বহুদেশীয় টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। যেহেতু টি২০ বিশ্বকাপ সামনে, তাই আবারও এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট হবে টি২০ ফর্ম্যাটে।

ভারতের জিম্বাবোয়ে সফর

এরপর ভারত যাবে জিম্বাবওয়েতে। সেখানে সম্ভবত দ্বিতীয় সারির দল পাঠিয়ে বিশ্বকাপের আগে নিজেদের বেঞ্চের শক্তি দেখবে বিসিসিআই।

ভারতের ইংল্যান্ড সফর

আগস্ট থেকে সেপ্টেম্বর অবধি ভারত থাকবে ইংল্যান্ডে। এবং সেখানে খেলবে পাচ ম্যাচের টেস্ট সিরিজ।

৪ আগস্ট থেকে ৮ আগস্ট – প্রথম টেস্ট – নটিংহ্যাম

১২ আগস্ট থেকে ১৬ আগস্ট – দ্বিতীয় টেস্ট – লর্ডস

২৫ আগস্ট থেকে ২৯ আগস্ট – তৃতীয় টেস্ট – লিডস

২ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর – চতুর্থ টেস্ট – ওভাল

১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর – পঞ্চম টেস্ট – ম্যাঞ্চেস্টার

দক্ষিণ আফ্রিকার ভারত সফর

ইংল্যান্ড থেকে ফিরে আসার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত। আর বিশ্বকাপের আগে এটিই শেষ সিরিজ ভারতের।

২০২১ টি-২০ বিশ্বকাপ

বহু প্রতীক্ষিত টি-২০ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ভারতে। গতবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের হার ভুলে এই বছর ট্রফি জিততে চাইবে টিম ইন্ডিয়া।

নিউজিল্যান্ডের ভারত সফর

বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে স্বাগত জানাবে ভারত। এখানে এসে দুটি টি-২০ এবং তিনটি টেস্ট ম্যাচ খেলবেন কেন উইলিয়ামসনরা।

ভারতের দক্ষিণ আফ্রিকা সফর

বছর শেষে অত্যন্ত কঠিন সফরে যাবে ভারত। তিনটি টেস্ট এবং তিনটি টি২০ ম্যাচের সিরিজ খেলবে ভারত।

Advertisement

Related Articles

Back to top button